Sujan Chakraborty

'বিজেপি চায় না তৃণমূল বিপদে পড়ুক', মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিচার প্রক্রিয়া শুরু প্রসঙ্গে সুজন চক্রবর্তী

রাজ্য

বিজেপি চায় না তৃণমূল বিপদে পড়ুক। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার ১৫ দিনের মধ্যে তলবের ঘটনায় একথাই বললেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, "চন্দ্রনাথ সিনহা মুখ্যমন্ত্রীর ও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। দুর্নীতি করেছেই। বেআইনি টাকা তার একাউন্ট থেকে পাওয়া গেছে। ইডি সমন পাঠিয়েছে। কিন্তু তিনি যাবেন না, আইনি পরামর্শ নেবেন।

সুজন চক্রবর্তী বিজেপি সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, "কেন্দ্রের বিজেপি সরকার ও আসলে ছেলেখেলা করছে কিনা তা বোঝার দরকার। এর আগে একাধিকবার রাজ্যের মন্ত্রী, তৃণমূলের নেতাদের ডাকা হয়েছে, তারা হাজিরা দেয়নি। তদন্তের ব্যাপারেই ইডি সিবিআই কী সঠিক ভূমিকা নিচ্ছে? মলয় ঘটককে প্রায় ১৩ থেকে ১৪ বার ডাকা হয়েছে তাও যায়নি। কার্যত তৃণমূল যে অন্যায় এবং অপরাধের মধ্যে দিয়ে চলছে তা প্রমাণিত হয়ে যাচ্ছে। তারপরও ছাড় পাচ্ছি যেহেতু দিল্লিতে বিজেপি রয়েছে। বিজেপি চায় না তৃণমূল বিপদে পড়ুক।"

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল ইডি’র বিশেষ আদালত। ইডি’র পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরেই আদালতে গৃহীত হয়েছে চার্জশিট। আদালতের নির্দেশ, রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীকে ১৫ দিনের মধ্যে তলবের সমন পাঠাতে হবে।

Comments :0

Login to leave a comment