House Rent

ধর্ম পরিচয় জানার পরেই বাড়ি ভাড়ায় অসম্মতি

রাজ্য

ধর্ম আলাদা জেনেই বাড়ি ভাড়া দিতে অসম্মত বাড়িওয়ালা। এমনি এক ঘটনা ঘটেছে কোন্নগরের বাসিন্দা এক স্কুল শিক্ষকের সঙ্গে। জানা গেছে, ওই শিক্ষক কিছুদিনের মধ্যেই বিবাহ করতে চলেছেন। বিয়ের পর থাকার জন্য তিনি দালালের মাধ্যমে বাড়ি ভাড়া নেন। ডিসেম্বর থেকেই সেখানে বসবাস করবেন বলেই স্থিরও করে ফেলেন এবং বেশ কিছুদিন আগেই বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্ত আইনি প্রক্রিয়াও সেরেও ফেলেন তিনি। এমনকি বাড়ি মালিককে অগ্রিম ১০ হাজার টাকাও দেন তিনি। তবে হঠাৎ করেই ধর্মে মুসলিম জানার পরে বাড়ি ভাড়া দিতে অসম্মত হন বাড়িওয়ালা। ওই স্কুলশিক্ষক বাড়িওয়ালার কাছে অসস্মতির কারণ জানতে চাইলে তিনি বলেন , ধর্মে মুসলিম বলে ফ্ল্যাট কমিটির তরফে আপত্তি জানানো হয়েছে। গোটা ঘটনায়,  সংখ্যালঘুদের প্রতি সমাজের এই বিরূপ মনোভাবে মানসিকভাবে আহত হয়েছেন ওই শিক্ষক। 
কয়েকমাস আগেই এমনি এক ঘটনা ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার সঙ্গেও। কোচবিহার থেকে আশা ওই পড়ুয়া ও  তাঁর এক সহপাঠী একটি বাড়ি ভাড়া নিয়ে একসাথে বাড়ি ভাড়া নিয়ে থাকার সিদ্ধান্ত নেন। তবে বাড়ি দেখার সময় তাদের সাথে প্রথমে ভালো ব্যবহার করলেও ধর্মপরিচয় জানার পরেই বাড়ি ভাড়া দিতে অসম্মত হন তারা। শুধু বাড়ি ভাড়ার ক্ষেত্রেই নয় ব্যবসার স্বার্থে দোকান ভাড়া নেওয়ার ক্ষেত্রেও এমন সমস্যার সম্মুখীন হয়েছেন বহু মুসলমান সম্প্রদায়ভুক্ত ব্যক্তি।
বহুযুগ ধরেই আমাদের দেশে এবং রাজ্যেও হিন্দু- মুসলমানের সহবস্থান। অপ্রীতিকর ঘটনা থাকলেও সৌভ্রাতৃত্বের নজিরও নেহাত কম নয়। তাহলে হঠাৎ করেই এই ধরণের ঘটনা সামনে আস্তে শুরু করেছে কেন? শুধুই কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে কোথাও সুক্ষ রাজনৈতিক মদত ও কাজ করছে উঠছে প্রশ্ন?
 

Comments :0

Login to leave a comment