শারদীয়া ১৪৩১
অন্যকথা
আমরা বিসর্জনে যাব
মনীষ দেব
মুক্তধারা
– এবং এখানে উৎসব।
– এবং এখানে নানা রঙের শব – সব ভুলে তবু উৎসব! যারা উৎসবে রইলেন – তাদের জন্য অপেক্ষা করছে সব – শব, অন্ধকারে-নির্জনে-নিভৃতে। যদি এক মাঝরাত্তিরে তিলোত্তমা এসে – বলে, আমার বাড়ির এবারের দুর্গোপূজোটা হল না কেন? আমাদের কেন উৎসব হল না? নাকি উৎসব শুধু আপনার এবং আপনাদের? আমরা কী শুধু বিসর্জনের জন্য? যদি তিলোত্তমারা একদিন এসে চিৎকার করে বলে আর কতবার আর কতবার ধর্ষিত হলে উৎসব "তুমি নীরব হবে? আর কতবার খুন হলে – উৎসবের আলো নিভে যাবে!
আমিতো হয়েছি ধর্ষন – তুমিতো দেখেছ উৎসব! আমার খুন হয়ে যাওয়া – কখন যে হল উৎসব। আমি জানতে বুঝতে পারিনি! শুধু জেনেছি – এবার হবে না কোনও দূর্গার বিসর্জন – এবার আমার বিসর্জনই – শুধু বিসর্জন।
– কিন্তু, ছোট্ট মেয়েটা হাত ধরে আছে – আমায় নিয়ে চলো বলে। পুজোয় নতুন জামা পড়া হয়নি জয়নগরের ছোট্ট বোনটির। আমি অঝোড়ে কাঁদছি আর ছোট্ট বোনটা চিৎকার করছে দিদি আমরা উৎসবে যাব না –
আমরা বিসর্জনে যাব।
আমরা বিসর্জনে যাব।
আমরা বিসর্জনে যাব।
Comments :0