SHARADIYA 1431 \ POETRY \ RANGBERANG - GOURI SENGUPTA \ MUKTADHARA \ 13 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ রংবেরং - গৌরী সেনগুপ্ত \ মুক্তধারা \ ১৩ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

SHARADIYA 1431  POETRY  RANGBERANG - GOURI SENGUPTA  MUKTADHARA  13 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

কবিতা

রংবেরং
গৌরী সেনগুপ্ত

মুক্তধারা


এ ধ্বংসকে আরো ধ্বংস করতে এলি মা
আদ্যোপান্ত ধারালো দাঁত আঁকছে সে কালিমা ।

গলায় পড়েছিস মুণ্ডমালা রক্ত লাগালি দেহে
অথৈ বারীশ ভেঙে দিল এসে জীবন জীবিকা দ্রোহে ।

সময় চলছে রাবণচ্ছটায় জটায়ুর ডানা ছিঁড়ে
নগ্নতালেশ ঢাকা দেওয়া হল ফ্লুরোসেন্ট নগরে ।

শূন্যের মাঝে বিষাদপ্রতিভা পাথর জমছে ক্রমে
কন্যাই দেবে কন্যাভ্রুণ ক্ষিতি – তেজ – অপ্ - ব্যোমে ।

তবু ফ্রেমের মধ্যে ইচ্ছে বুলায় নিশ্চয়তার রং 
সুন্দর দিয়ে জীবিকা আঁকো আজকে চিত্রকর

Comments :0

Login to leave a comment