SHARADIYA 1431 \ POETRY \ SEI TYO PARE - KOUSHIK BANDHAPADHAYA \ MUKTADHARA \ 11 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ সেই তো পারে - কৌশিক বন্দ্যোপাধ্যায় \ মুক্তধারা \ ১১ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

SHARADIYA 1431  POETRY  SEI TYO PARE - KOUSHIK BANDHAPADHAYA  MUKTADHARA  11 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

কবিতা

সেই তো পারে

কৌশিক বন্দ্যোপাধ্যায়

মুক্তধারা

পথ তো আছে তারই জন্য নিয়ম মেনে হাঁটতে জানে 
রুখা ও সুখা রাস্তা পেরোয় মনটা থাকে অমল গানে 
আহ্লাদে যে হাসিখুশির মোহর সাজায় বুকের মাঝে 
বিষাদ মুছে সেই তো পারে এগিয়ে থাকে সকল কাজে।

আঁধার-আলো সবটা নিয়ে জীবন জুড়ে বাঁচতে শেখা 
মন কেমনের পাখির ডানায় আকাশ জয়ের মন্ত্র লেখা 
সেই তো পারে দুঃখ ভুলে নৌকো ভাসায় অগাধ জলে 
প্রাণ ফিরে পায় আপন তেজে শোক ভুলে যায় কি কৌশলে!

আসল কথা বলি শোনো চলার রকমফের তো আছে 
পথ চলে যায় যে যার মত সোজা-বাঁকা দূরে ও কাছে 
সেই যে পারে রাস্তা গড়ে আপন আলোয় নিজের মত
তারই জন্য রইলো ছড়া হোক না পড়া তা অন্তত:।


 

Comments :0

Login to leave a comment