indian premier league

আইপিএলে হায়দরাবাদ বনাম লক্ষ্ণৌ

খেলা

SRH vs LSG IPL

বৃহস্পতিবার আইপিএলে ফের নামছে সানরাইজার্স হায়দরাবাদ এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে জয় পেয়েছে প্যাট কামিংসের দল। ২৮৬রান করার পর রাজস্থানের বিরুদ্ধে ৪৪রানে জয় পেয়েছিল হায়দরাবাদ। গতবারে যেখান থেকে শেষ করেছিল তারা এবার যেন সেখান থেকেই শুরু করেছে হায়দরাবাদ। গতবার একের পর এক ম্যাচে ২৫০ র উপর রান তুলে বিপক্ষকে নাজেহাল কর ছেড়েছিল নিজামসরা। এই বড় রান করার মূল কারিগরই হল তাদের দুই পাওয়ার হিটার ব্যাটার হেনরিক ক্লাসেন এবং ট্রাভিস হেড। গত ম্যাচে ৬৭ এবং ৩৪ রান করেছিলেন এই ব্যাটারজুটি। এছাড়াও পেসারদের মধ্যে কামিংস নিজে ছাড়াও রয়েছেন মহম্মদ শামি। অন্যদিকে সঞ্জীব গোয়েঙ্কার দল হেরেছে তাদের প্রথম ম্যাচ। দিল্লির বিরুদ্ধে ২০৯ রান করে পর বোলিং ভালো করার সত্ত্বেও মেলেনি জয়। অধিনায়ক ঋষভ পন্থ ছাড়াও এই দলে দক্ষিণ আফ্রিকার দুই পাওয়ার হিটার এইডেন মাৰ্করাম এবং ডেভিড মিলার রয়েছেন। রয়েছেন মিচেল মার্শ ও নিকোলাস পুরাণও। গত ম্যাচে এই দুই ব্যাটারদের ঝোড়ো ইনিংসের জেরেই ২০০-র উপর রান করতে পেরেছিল লক্ষ্ণৌ। একজন করেছিলেন ৭৫ এবং ৭২রান। বোলিংয়ে রবি বিশনোই , শার্দুল ঠাকুররা গত ম্যাচে দারুন বোলিং করেছিলেন। তাই বৃহস্পতিবারের এই ম্যাচে প্রবলতর প্রতিপক্ষ সানরাইজার্স হাইদরাবাদের বিরুদ্ধে জয় ছাড়া অন্য ভাবনা নেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের।  

Comments :0

Login to leave a comment