STORY — NIMAI CHAND HALDAR — MUKTADHARA | 29 APRIL 2024

গল্প — তোমাকে দেখে যাই | নিমাই চাঁদ হালদার — মুক্তধারা — ২৯ এপ্রিল ২০২৪

সাহিত্যের পাতা

STORY  NIMAI CHAND HALDAR   MUKTADHARA  29 APRIL 2024
গল্প
তোমাকে দেখে যাই
 
নিমাই চাঁদ হালদার
মুক্তধারা
 

 
আলোক-বৃত্তে তোমাকে দেখে যাই। জানি না রচিত আড়ালে কেন থেকে যেতে চাও। যখন জ্যোৎস্না পড়বে নীরব হ্রদে, তখন কথা-ফুল ছুঁড়ে দিও, এ-হৃদয়ে ধ'রে নেব সমূহ কথাফুল চিরহরিৎ অরণ্যের গভীরে। ঘুমের অক্ষর দিয়ে বৃষ্টিভেজা রোদ্দুরে যে-কবিতা সৃষ্টি করি, তা নীল তারার খোঁজে বেরিয়ে পড়ে আকাশপথে। পুড়ে যায়, তবু মরে না। অমর অক্ষর যে সৃষ্টি ক'রে চলে, সে কি অমরত্ব পায় মর্তের হৃদয়মন্দিরে ? বসন্ত ফিরে আসে সকলের কাছে। তার মায়াজালে মৌসুমী উন্মাদ হয় ধীরে ধীরে, বসন্তের উপহারে ফিরে আসে চেনা মুখ, মনোবীনা; মায়া- মুকুল আসে হৃদয়ের তরুশাখে। পারো যদি একটি মুকুলে তুমি সুরের মন্ত্র লিখে দিও। তারপরে শ্রাবণ-জ্যোৎস্না এসে ডাক দেবে বকুলতলায়। বকুলের সুরভি নিয়ে তোমার মেঘলা মনে মেঘপুষ্প জমে উঠবে। আমি নিজের আগুনে পুড়তে পুড়তে মেঘপুষ্প আহরণ করব ঈশ্বরীর ছায়ায় ছায়ায়।
 
 

Comments :0

Login to leave a comment