JALPAIGURI SCHOOL

প্রকৃতি পাঠে মাতল শিশুরা, অভিনব প্রয়াস স্কুলে

জেলা

JALPAIGURI SCHOOL জলপাইগুড়ির ননি সাহা কলোনি প্রাথমিক বিদ্যালযের শিশুরা।

শিশুদের চেনানো হলো প্রকৃতিকে, একেবারে প্রকৃতির কোলে থেকেই। শিশুরা মিড ডে মিলের খাবার খেল সেখানেই। 

জলপাইগুড়ির শোভা বাড়ির ননি সাহা কলোনি প্রাথমিক বিদ্যালয় নিল এমনই অভিনব প্রয়াস। শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা একযোগেই করলেন আয়োজন।

শুক্রবার স্কুলের মিড ডে মিলের সময় স্কুল লাগোয়া লাল মন্দির এলাকার একটি ছোট চা বাগানে আয়োজন করা হয় প্রকৃতি পাঠের। প্রকৃতিকে চেনানোর পাঠ দিলেন শিক্ষক-শিক্ষিকারা। 

স্কুলের সহ শিক্ষক বিপ্লব ঝা বলেন, ‘‘এমন আয়োজন করার মূল লক্ষ্যই হলো শিশু মনের বিকাশ। পাশাপাশি স্কুলের প্রতি শিশু ও অভিভাবকদের উৎসাহ বাড়ানো।’’ 

কোভিড পরবর্তী সময় বহু ছাত্র-ছাত্রীকে অভিভাবকরা বিভিন্ন কারণে স্কুলে পাঠাতে চাইছেন না। বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। সরকারি নিয়মের কারণে শহরের বিশেষ কিছু স্কুলে ছাত্র-ছাত্রীদের ভিড় বাড়ছে। কিন্তু বহু স্কুল ফাঁকা পরে থাকছে। 

ঝা বলছেন, ‘‘শহর, শহরতলী এবং গ্রামাঞ্চলের স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়াতে সকলের নতুন ভাবনা নিয়ে এগনো জরুরি। সেই দিকে তাকিয়ে মুক্ত আকাশে আনন্দের সঙ্গে প্রকৃতি পাঠের আয়োজন।’’

শিক্ষক-শিক্ষিকাদের আশা, এমন উদ্যোগ আশপাশের শিশুদের মধ্যেও প্রভাব ফেলবে। ওরাও স্কুলমুখী হবে। অভিভাবক মুন্নি রায় বলেছেন, ‘‘খুবই ভালো উদ্যোগ নিয়েছেন মাস্টারমশাইরা, বাচ্চাদের একঘেয়েমি থেকে অনেকটাই মুক্ত করা যায়।’’

প্রকৃতি পাঠের সঙ্গে বাইরের আকাশে নাচ-গান, খেলাধুলা সঙ্গে খাবার, আপ্লুত খুদে পড়ুয়ার দল।

Comments :0

Login to leave a comment