পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাত শিক্ষকসহ আটজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আপার কুররাম জেলার এক স্কুলে গুলি চালনার ঘটনায় অন্তত ৭ জন শিক্ষকের মৃত্যু হয়েছে। পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে খাইবার পাখতুনখাওয়ার কুররাম জেলা সদরের সালোজান রোডে গুলিতে একজন মারা যায়। অপর ঘটনাটি ঘটে প্রায় ছয় কিলোমিটার দূরের একটি স্কুলে। সেখানে গুলি চালানোর ঘটনায় সাত শিক্ষকের মৃত্যু হয়েছে। হামলাকারীদের এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, স্কুলে ম্যাট্রিক পরীক্ষা ছিল।
হামলাকারীরা স্কুলের স্টাফরুমে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন নিহত শিক্ষকরা। এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। বন্দুকধারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Comments :0