নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফের বিজ্ঞপ্তি দিলো স্কুল সার্ভিস কমিশন। গত ৬ জানুয়ারি হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল। সেই কাউন্সিলিংয়ে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অনুপস্থিত ছিলেন। তাই ফের কাউন্সিলিংয়ের জন্য বিজ্ঞপ্তি দিল কমিশন। ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সিলিংয়ের জন্য আগামী ৩১ জানুয়ারি ডাকা হয়েছে।
এদিন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে কাকে কাকে ডাকা হবে ৩১ তারিখ তা সবিস্তারে উল্লেখ করেছে কমিশন। ৩১ জানুয়ারি কাউন্সিলিংয়ে ডাক পাওয়া প্রার্থীরা আগামী ২৭ জানুয়ারি থেকে তাঁদের কল লেটার অনলাইনেই ডাউনলোড করতে পারবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সেই কল লেটার ডাউনলোড করা যাবে। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশের পরই ওয়েটিং লিস্টে থাকা ৫১ জনকে চাকরি দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। তাঁদের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয়। এদিন বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে ৩১ জানুয়ারি ১৪ জনকে ডাকা হয়েছে কাউন্সিলিং-এর জন্য।
Teacher Recruitment Notice
ফের কাউন্সিলিংয়ের জন্য বিজ্ঞপ্তি

×
Comments :0