Student Story

নতুন বন্ধুর লেখা গল্প

ছোটদের বিভাগ

Student Story

রাক্ষসেরা আর রাজকুমার


শ্রীজা মুখার্জী


একদিন একটি রাজ্যে কিছু রাক্ষসী ঢুকে, অত্যাচার করছিল । সেই দেশের রানি একাই রাক্ষসীদের বধ করার জন্য প্রাণপণ চেষ্টা করছিল । কিন্তু একা পারছিল না । 
একদিন তারপর এক রাজা সেই দেশে রাক্ষসী বধ করতে এল । আগে কেউ কখনও এই রাজার দেশের এত সাহস দেখায়নি । সে ওই দেশে এসে একটি দিন স্থির করল যেদিনে সে রাক্ষসীদের সঙ্গে মুখোমুখি লড়বে । সেইদিনে রাক্ষসীদের, সেই রাজা বাঁ হাত দিয়ে লড়ে হারিয়ে দিল, কারুর মাথা কেটে দিল বা কারুর হাত কেটে দিল । 

সেইদিনেই সেই দেশের রানি তাকে বিয়ে করার প্রস্তাব দিল । তার দু-দিন পরেই তাদের বিয়ে হল, এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল । তাদের দুটো 
ফুটফুটে বাচ্চা হল । এই গল্পটা যে রাজাকে নিয়ে বানানো সেই রাজা এখনও বেঁচে আছে-সবাই বিশ্বাস করে ।

 

Comments :0

Login to leave a comment