DUMDUM FIRE SUJAN CHAKRABARTY

আগুনে ছাই ছাতাকল বস্তিতে সুজন চক্রবর্তী

রাজ্য জেলা লোকসভা ২০২৪

দমদমে ছাতাকল বস্তিতে বিপন্ন বাসিন্দাদের পাশে সুজন চক্রবর্তী।

দমদম ছাতাকল এলাকায় বস্তিতে পৌঁছে গেলেন সুজন চক্রবর্তী। দমদমে সিপিআই(এম) প্রার্থী প্রচারে ব্যস্ত ছিলেন। বস্তিতে আগুন লেগেছে শুনেই ছুটে যান।


দমদমে ছাতাকলে বাগজালা খালের পাশে ভয়াবহ আগুন লাগে। শনিবার গরু ও মোষের খাটাল সহ এক হাজারের বেশি বস্তি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পচা খালেই ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচিয়েছেন বহু বাসিন্দা। বেশ কিছু গরুও নেমে পড়ে খালে। কয়েকজন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।


সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ছাতাকল বস্তির বাসিন্দাদের কাছে চলে যান। কথা বলেন তাঁদের সঙ্গে। তখনও দমদমের বর্তমান সাংসদ বা বিধায়ক কেউ পৌঁছাননি। 

বিধ্বস্ত বাসিন্দাদের পাশে আছেন, জানিয়েছেন প্রার্থী।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন