বিজেপির ফাঁদে পা নয়। বিজেপি পারবে না তৃণমূলকে হারাতে। তাই এবার একজোট সিপিআই(এম) এবং কংগ্রেস। শুক্রবার প্রচারে এভাবেই বলেছেন মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিম। মুর্শিদাবাদ শহরে কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে এদিন যৌথ প্রচার চালিয়েছেন সিপিআই(এম) প্রার্থী।
নাগরিকত্ব নিয়ে একটি প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমে সেলিম বলেছেন, ‘‘সিএএ, এনআরসি নিয়ে তৃণমূল আর বিজেপি মানুষের মনে ভয় ঢোকাতে চাইছে। এইভাবে মিথ্যাচার করে একুশের ভোট লুট হয়েছিল। আমরা পরিষ্কার বলছি, নাগরিকত্ব মানুষের জন্মগত অধিকার। কারও পারিবারিক সম্পত্তি নয়।’’
সেলিম বলেছেন, ‘‘তৃণমূল, বিজেপি ভোটের আগে রুটি, রুজি, বেকার ছেলেমেয়েদের কাজের কথা বলছে না। ফসলের দাম দিতে পারছে না। আর বলছে নাগরিকত্ব দেবে। যেটা দেওয়ার সেটা দিচ্ছে না। সস্তায় বিদ্যুৎ, ওষুধ দিচ্ছে না।’’
শুক্রবার তাঁর প্রচারের মাঝে ডাহাপাড়া, বেনিপুর, মুকুন্দবাগের মানুষ নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন। সাধারণ মানুষের অভিজ্ঞতাকে জুড়ে নিয়েই সেলিম বলেছেন, ‘‘তৃণমূল আর বিজেপি’র লুটের বিরুদ্ধে এই ভোটে প্রয়োগ করতে হবে নিজেদের গণতান্ত্রিক অধিকার। সন্ত্রাস এবং দখলদারির বিরুদ্ধে জানাতে হবে মত।’’
সেলিম বলেন, ‘‘দেশের সরকার মানুষের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে। সাধারণ মানুষের সরল ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে চলছে দমনের রাজনীতি।’’
এদিন সকালে মুর্শিদাবাদ শহর থেকে শুরু হয় ভোট প্রচার। মুকুন্দবাগ, ডাহাপাড়া এলাকা পরিক্রম করেন সেলিম। সঙ্গে ছিলেন সিপিআই(এম) এবং কংগ্রেস নেতারা। গ্রামের মানুষের সঙ্গে কথায় উঠে এসেছে মুর্শিদাবাদের আম চাষের বিকাশ নিয়ে সরকারি অবহেলার বৃত্তান্ত।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেলিম বলেছেন, ‘‘মুর্শিদাবাদের আম চাষীদের পাশে দাঁড়াতে হবে সরকারকে। কৃষকদের দিকে নজর না দিয়ে মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের আম পাঠাচ্ছেন। আর আম বাগান লুট হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। আমচাষিরা ধুঁকছেন।’’
সেলিম বলেছেন, ‘‘তৃণমূল কংগ্রেসই আরএসএস’র ‘লঞ্চিং প্যাড‘ তৈরি করে দিয়েছে। সেই মাটিতে সাম্প্রদায়িক রাজনীতির চাষ করছে বিজেপি। এবারের নির্বাচনে এই দুই শক্তির বিরুদ্ধেই লড়াই।’’
MD SALIM MURSHIDABAD
রোজগার, ওষুধের কথা বলছে না, নাগরিকত্ব নিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল-বিজেপি: সেলিম
×
Comments :0