Sanatan Dharma remarks

অসত্য প্রচার সম্পর্কে সচেতন কী প্রধানমন্ত্রী? ‘সনাতন ধর্ম’ বিতর্কে স্ট্যালিন

জাতীয়

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

সনাতন ধর্ম নিয়ে বিতর্কে আক্রমণাত্মক অবস্থানই বজায় রাখছে ডিএমকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে পালটা মুখ খুলেছেন ডিএমকে নেতা এবং তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। 
জানা গিয়েছে যে মোদী ‘সনাতন ধর্ম’ প্রসঙ্গে স্ট্যালিনের পুত্র এবং তামিলনাডুর মন্ত্রী উদয়নিধির বক্তব্যের যথাযথ জবাব দিতে বলেছেন। গত সপ্তাহে উদয়নিধি বলেছিলেন যে ‘সনাতন ধর্ম’ সাম্য এবং সামাজিক ন্যায়বিচারের বিরোধী। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো একে নির্মূল করা উচিত। ‘নির্মূল’ শব্দকে হাতিয়ার করে বিজেপি ঘৃণাভাষণের অভিযোগ তুলেছে উদয়নিধির বিরুদ্ধে। উত্তর প্রদেশের আদালতে তাঁর বিরুদ্দে মামলাও দায়ের হয়েছে।

বৃহস্পতিবার স্ট্যালিন এই প্রসঙ্গে তামিল এবং ইংরেজিতে বিশদে বক্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন, উদয়নিধি কোন প্রসঙ্গে সনাতন ধর্মের সমালোচনা করেছেন তা আগে বোঝা দরকার। এই মন্তব্য নিয়ে বিজেপি’র ট্রোল বাহিনী অজস্র মিথ্যা প্রচার করে চলেছে। হিন্দিভাষী এলাকায় মিথ্যা ছড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী এই মিথ্যা প্রচার সম্পর্কে সচেতন আছেন কী?’’

উত্তর প্রদেশেরই অযোধ্যার এক মন্দিরের প্রধান মহন্ত উদয়নিধির মাথার দাম ধার্য করেছেন। স্ট্যালিনের প্রশ্ন, “প্রকাশ্যে এমন হুমকির বিরুদ্দে উত্তর প্রদেশের সরকার কেন ব্যবস্থা নিল না? বরং উদয়নিধির বিরুদ্ধে মামলা হলো। আর সংবাদ মাধ্যমের একাংশে বিভ্রান্তিকর প্রচারের ওপর নির্ভর করে প্রধানমন্ত্রী মন্তব্য করে দিলেন!’’ 
‘সনাতন ধর্ম’ প্রসঙ্গে আপত্তির ব্যাখ্যা দিয়েছেন স্ট্যালিন। তিনি বলেছেন, ‘‘সনাতন ধর্মের নামে অমানবিক প্রথা চাপানো হয়েছে যুগের পর যুগ। দলিত, আদিবাসী মহিলাদের খাটো করে দেখা হয়েছে।’’ তিনি বলেছেন,‘‘যারা জাত বিভাজনের প্রচারক তারাই ধর্মীয় উপাসনাস্থলে মহিলাদের ঢুকতে বাধা দেয়।’’
স্ট্যালিন বলেছেন, ‘‘একদিকে চন্দ্রায়ন হচ্ছে, আরেকদিকে জাত বিভাজন চলছে। সনাতন ধর্মের নামে বলা হয় মহিলারা রোজগার করবেন না। বিধবা বিবাহের বিরোধিতা করা হয়।’’ স্ট্যালিন বলেছেন, ‘‘সনাতন ধর্ম শব্দকে ব্যবহার করে মহিলা এবং নিপীড়িতদের ওপর শোষণ চালিয়ে যাওয়ার কৌশল ব্যবহার করা হয়।’’ 
উদয়নিধি বলেছিলেন, ‘সনাতন’ নামটি সংস্কৃত থেকে এসেছে। ‘‘সনাতনের অর্থ কী? এটি চিরন্তন, অর্থাৎ এটিকে পরিবর্তন করা যায় না; কেউ কোনো প্রশ্ন করতে পারে না এবং এটিই তার অর্থ। সনাতন ধর্ম’ বলে যা চালানো হয় তাতে জাত ভিত্তিতে বিভাজনকে নৈতিকতা দেওয়া হয়। মানুষকে বিভক্ত করা হয়।‘

Comments :0

Login to leave a comment