HOOGLY TEACHERS

‘চোর-ডাকাত’, হুগলীজুড়ে ধিক্কার শিক্ষকদের

জেলা

HOOGLY TEACHERS হুগলি জেলা শিক্ষা ভবনের সামনে ধিক্কার নিন্দায় সরব হয়েছেন শিক্ষক শিক্ষিকারা।

কখনও সারমেয়, আবার কখনও চোর ডাকাত। আন্দোলনরত সরকারি কর্মচারীদের এমনই সম্বোধন শুনতে হয়েছে মুখ্যমন্ত্রীর থেকে।

প্রতিবাদ শুরু হয়েছে সেই মন্তব্যের, সারা রাজ্যেই। হুগলীতেও চলছে প্রতিবাদ। স্কুলে স্কুলে কালো ব্যাজ পরে প্রতিবাদের পাশাপাশি হুগলী জেলা শিক্ষা ভবনের সামনে ধিক্কারে সরব হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। 

এবিটিএ, এবিপিটিএ, বারই জুলাই কমিটি ধিক্কারে শামিল হয়েছে। কলকাতা রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী চোর-ডাকাত বলে মন্তব্য করেন। এই মন্তব্যের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মচারীরা। শুক্রবার চুঁচুড়া পিপুলপাতি শিক্ষা ভবনে ডিআই অফিসের সামনে এর প্রতিবাদ জানায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বুকে কালো ব্যাজে লাগিয়ে কুরুচিকর মন্তব্য ধিক্কার জানায় শিক্ষক শিক্ষিকারা।

পাশাপাশি হুগলির পাণ্ডুয়ায়  কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বুকে কালো ব্যাজ লাগিয়ে ছাত্র ছাত্রীদের পড়াতে করাতে দেখা যায় শিক্ষক শিক্ষিকাদের। পাঁচপাড়া জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোমা ঘোষ বলেন, ‘‘আমাদের খোলা মঞ্চ থেকে চোর ডাকাত বলা হয়েছে। এটা খুবই অপমানজনক। যাঁদের আত্মসম্মান আছে তাঁরা প্রতিবাদ করবেন। আমরা তাই প্রতিবাদ করছি। আজ ও কাল দু’দিন হবে এই প্রতিবাদ।’’ 

হুগলি জেলা এবিপিটিএ সম্পাদক কমল মল্লিক বলেন, ‘‘গোটা রাজ্য জুড়ে এই ধিক্কার চলছে। আজ পর্যন্ত কোনও মুখ্যমন্ত্রী তাঁর কর্মচারীদের এমন ভাষায় কথা বলেননি। দাবি নিয়ে আন্দোলন চলবে।’’

হুগলি ডিআই আফিসে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সুমঙ্গল সিং, গৌতম  সরকার, গণেশ ঘোষ, কমল মল্লিক, প্রিয়রঞ্জন ঘটক। সভাপতিত্ব করেন দিলীপ মুখার্জি, নরেন দে।

Comments :0

Login to leave a comment