স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন জাতীয় পতাকা ফেলে দেওয়া হয় বলে গুজব ছড়ানোকে কেন্দ্র করে অশান্তি হলো বাঁশবেড়িয়ার কলবাজারে।
দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। উত্তেজিত জনতা একে অপরকে লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি শুরু করে। একটি ভ্যান রিক্সায় আগুন লাগিয়ে দেওয়া হয়।
জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে। রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে পাথর ইট। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকান।
ইসলাম পাড়া হল্ট স্টেশনে প্রচুর মানুষ জড়ো হয়ে যাওয়ায় বেশ কিছুক্ষণ ট্রেন বন্ধ থাকে ব্যান্ডেল কাটোয়া শাখায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কোন ভাবে উত্তেজনা যাতে না ছড়ায়, পুলিশ বিভিন্ন জায়গায় টহল শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত হন হুগলী গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
পুলিশ সুপার জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে। মোতায়েন করা হয় ৪০০ পুলিশ।
তিনি বলেন, কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় শান্তি রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ পিকেট আছে।
Comments :0