Dargah in Mumbai’s Mahim razed

মুম্বাইয়ে ‘অবৈধ’ দরগা ভেঙে দিল পুরসভা

জাতীয়

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation) বৃহস্পতিবার শহরের মাহিম এলাকায় একটি দরগা ভেঙে ফেলেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এমএনএস (Maharashtra Navanirman Sena) প্রধান রাজ ঠাকরে দাবি করেছেন যে দরগাটি দখল করা জমিতে তৈরি করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে ব্যাপক পুলিশি উপস্থিতির মধ্যে বুলডোজার দিয়ে দরগাটি ভেঙে ফেলা হয়। ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সরিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।

বুধবার তার গুড়ি পাডওয়া ভাষণে, রাজ থ্যাকারে দাবি করেন যে মুম্বাইয়ের মাহিম উপকূলে একটি "অবৈধ দরগা" আছে। ‘‘কার দরগা এটা? মাছের? এটা তো কয়েক বছর আগেও ছিল না। দ্রুত এই অবৈধ দরগা ভেঙে না ফেললে পাশেই গণেশের মন্দির তৈরি করা হবে,’’ কার্যত সম্প্রদায়িক হুমকি শোনা যায় তার কাছ থেকে।

Comments :0

Login to leave a comment