পহেলগামে সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। অগ্রাধিকার দেওয়া উচিত সন্ত্রাসবাদী এবং তাদের হ্যান্ডলারদের চিহ্নিত করার কাজে। আন্তর্জাতিক মঞ্চে লিখিত অভিযোগপত্র প্রকাশ করা উচিত। কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করুক যে সামরিক পদক্ষেপ সীমান্ত পার সন্ত্রাসবাদকে রোধ করতে কতটা সহায়ক হবে। রবিবার বিবৃতিতে এই মর্মে দাবি তুলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
দু’দিনের বৈঠকের পর পহেলগামের প্রশ্নে পলিট ব্যুরো বলেছে যে সারা দেশ ক্ষোভ এবং নিন্দায় ঐক্যবদ্ধ। এই ঘটনায় গুরুতর সুরক্ষা ঘাটতি ধরা পড়েছে। তার তদন্ত জরুরি। সুরক্ষা ঘাটতির জন্য দায়ী কারা তা চিহ্নিত করতে হবে। যাতে ভবিষ্যতে এই ফাঁক বন্ধ করা যায়।
বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাশ্মীরের মানুষ রাস্তায় নেমে তুমুল প্রতিবাদে শামিল হয়েছেন। উপত্যকায় শাটডাউন হয়েছে। জনতার এই মনোভাবকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদীদের বিচ্ছিন্ন করতে হবে। বাড়ি ভাঙার মতো পদক্ষেপ নেওয়া অনুচিত। কারণ তাতে নির্দোষ পরিবার বিপদে পড়ছে। এই পদক্ষেপে বিচ্ছিন্নতা তৈরি হবে।
বিবৃতিতে বলা হয়েছে যে পহেলগামের ঘটনার পর মুসলিম এবং কাশ্মীরীদের বিরুদ্ধে ঘৃণা প্রচার চলছে। তা অত্যন্ত নিন্দনীয়। এই ধর্মান্ধ ঘৃণা প্রচার মানুষকে বিভাজিত করে সন্ত্রাসবাদীদের হাত শক্ত করে।
CPIM Polit Bureau
সন্ত্রাসে জড়িতদের ধরাই প্রথম কাজ, বলল পলিট ব্যুরো

×
Comments :0