বিহারের যোগবানি এলাকা থেকে গ্রেপ্তার হলো মল্লারপুর থানার বিসিয়া গ্রামের তৃণমূল নেতা বায়তুল্লা শেখ খুনের মূল অভিযুক্ত তৃণমূল কর্মী সাগর শেখ। সোমবার তাঁকে রামপুরহাট আদালতে তোলা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মল্লারপুর থানার বিসিয়া গ্রামের তৃণমূলের নেতা ও পঞ্চায়েত সমতির প্রাক্তন তৃণমূল সদস্য বায়তুল্লা শেখ ১৯ জুলাই রাতে বোমার আঘাতে খুন হন। সেই থেকে অভিযুক্ত সাগর শেখ পলাতক ছিল। নেপাল পালিয়ে যাওয়ার আগে নেপাল সীমান্তের যোগবানী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে সোমবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। সেইসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাগর সেখ খুনের কথা স্বীকার করেন। এবং তিনি নিজে একাই তাকে খুন করেছেন সেটাও বলেন প্রকাশ্যে ভরা আদালতের বাইরে স্বীকার করেন। কেন বায়তুল্লা শেখ কে খুন করছেন? তার উত্তরে তিন বলেন, আমার স্ত্রীকে অবৈধ কথা বলার জন্য তাকে আমি খুন করেছি। আর এদিকে প্রচার করা হয় এই খুন সিপিএম এর লোক করেছে। সেটাও তিনি খন্ডন করে বলেন আমি একজন তৃণমূলের কর্মী আর যাকে খুন করেছি সেও তৃণমূলের নেতা।
উল্লেখ্য ১৯ জুলাই রাতে মল্লারপুর থানার বিসিয়া গ্রামে পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য বাইতুল্লা শেখকে প্রকাশ্যে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। ময়ূরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী বাইতুল্লা শেখ। রাত আটটা নাগাদ বিসিয়ার এক চায়ের দোকানে বসে ছিল বাইতুল। হঠাৎই কয়েকজন দুষ্কৃতী সেখানে হাজির হয়ে তাঁকে লক্ষ্য করে একাধিক বোমা ছোঁড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে। বাইতুল্লা শেখ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ময়ূরেশ্বর একনং পঞ্চায়েতসমিতির মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ ছিল। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে এই খুন। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তার মোবাইল লোকেশন ট্রাক করে তাকে নেপাল বর্ডার থেকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ।
TMC Worker Arrested
মল্লারপুরের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার দলেরই কর্মী

×
Comments :0