জাতীয় সড়কের মাঝে গর্ত। একদিনের গর্ত নয় স্থানীয় মানুষের বক্তব্য গত নয় দশ দিন ধরে রাস্তায় ধস নেমে গর্ত হয়ে আছে। রবিবার রাতে সেই গর্তে ধাক্কা খেয়ে মৃত্যু হলো বাইক আরোহী এক স্কুল শিক্ষকের। রবিবার রাতে বাইকে করে বাড়ি ফেরার সময় পুরুলিয়া - বোকারো ১৮ নম্বর জাতীয় সড়কের উপর পুরুলিয়া শহরের জলট্যাংকি মোড়ে রাস্তার মাঝে গর্তে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন লাগদা গ্রামের বাসিন্দা সুরজিৎ ব্যানার্জি নামে এক স্কুল শিক্ষক। তড়িঘড়ি তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন লাগদা গ্রামের মানুষ সহ ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজন। সোমাবর সকাল সাড়ে দশটা নাদাগ সাধারণ মানুষ পুরুলিয়া শহরের রাঁচি রোডে জল ট্যাংকি সংলগ্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধকারীদের দাবি, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য দ্রুত রাস্তা মেরামত করতে হবে এবং মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের বক্তব্য একটা দুর্ঘটনায় তরতাজা প্রাণ চলে যাওয়ার পর হয়তো কর্তৃপক্ষের ঘুম ভাঙবে। প্রধান সড়কের মধ্যে রাস্তায় বিপদজনক ধ্বস নেমেছে সেটা দেখার পরেও সকলেই ব্যাপারটাকে নিয়ে উদাসীনতার পরিচয় দিয়েছে। সাধারণ মানুষ ক্ষোভে সাধারণ মানুষ অবরোধ করেছিলেন। এর জেরে রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। জাতীয় সড়ক দেখভালের দায়িত্ব থাকা কর্মী মনোজ কুমার ঘটনাস্থলে এসে দ্রুত রাস্তা সারিয়ে দেবার প্রতিশ্রুতি দেওয়ার পর তুলে নেওয়া হয় অবরোধ।
Road Accident
জাতীয় সড়কের মাঝে গর্ত, বাইক পড়ে শিক্ষকের মৃত্যু

×
Comments :0