মায়ের জমি গ্রাস করতে সন্তানের হাতে খুন হলো মা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার নিজামপুর ১ গ্রাম পঞ্চায়েতের শাটিয়ারা গ্রামে। মৃত মায়ের নাম ইস্তিয়া খাতুন(৭০)। জানা গেছে, কয়েক বছর আগে ওই বৃদ্ধার স্বামী মারা যায়। বৃদ্ধার সাত ছেলে থাকলেও সে দুই ছেলের কাছে থাকতো। স্বাভাবিকভাবে বৃদ্ধার ভাগের জমি ওই দুই ভাই চাষ করত। এদিকে বৃদ্ধার অপর পাঁচ ছেলে মায়ের ভাগের জমি নিজেদের দখলে নেওয়ার জন্য প্রায়ই গন্ডগোল করতো। বিষয়টি গ্রামের মীমাংসা করার জন্য একাধিকবার বৈঠক হয়। তারপরেও শাসক দলের মদত থাকায় ওই জমি যেন কোন নিজেদের কব্জায় নেওয়ার চেষ্টা চালায় তারা। বৃহস্পতিবার ওই জমি বিবাদ পুনরায় দিয়ে চাগার দিয়ে ওঠে। শাহ আলম ও আরো কয়েক ভাই মিলে মায়ের উপর চড়াও হয়। তাকে বাঁশ দিয়ে বেদম প্রহার করা হয়। রক্তাক্ত ও গুরুতর অবস্থায় তাকে চাকুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে অন্যত্র রেফার করে। এরপর তাকে বিহারের পূর্ণিয়ার একটি হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। এদিকে স্বাস্থ্যের অবস্থা ক্রমশ অবনতি হতে থাকলে পূর্নিয়া থেকে তাকে শিলিগুড়ি কিংবা পাটনাতে রেফার করা হয়। আর্থিক সঙ্গতি না থাকায় তার দুই সন্তান মাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে রবিবার। রবিবার সন্ধ্যায় মারা যান ওই হতভাগ্য মা। সোমবার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে মরদেহের ময়না তদন্ত করা হয়। মাকে পিটিয়ে খুন করার অভিযোগ তুলে পাঁচ ভাইয়ের বিরুদ্ধে চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন সাব্বির আলম। তিনি বলেন, তার ওই পাঁচ ভাই মায়ের জমি দখল করার পাশাপাশি আমাদের ভাগে পাওয়া পৈতৃক সম্পত্তি দখল করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায়ই বলতো বাবা বেঁচে নেই মাকেও বেঁচে থাকতে দেবো না। এমন নির্মমভাবে মানুষ শত্রুকেউ মারে না। সেখানে মায়ের মৃত্যু হল সন্তানের হাতে। আমরা ওই পাঁচ ভাইয়ের চূড়ান্ত সাজা চাই। এই মর্মে চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পরে অভিযুক্তরা সবাই গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।
Chakulia Murdered
চাকুলিয়ায় ছেলের হাতে মা খুন

×
Comments :0