Elephant attack in Bankura

বড়জোড়ায় হাতির হামলায় মৃত দুই

রাজ্য

Elephant attack in Bankura


হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধা সহ দুইজনের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জ এলাকায়।  পুলিশ সূত্রে জানা গেছে নিহতদের নাম তুলসী বটব্যাল (৬৫) ও মঙ্গল বাউরী (৪৫)। বাঁকুড়ার বড়জোড়া ও বেলিয়াতোড় থানা এলাকার ঘটনা। বুধবার ভোর নাগাদ দু'টি পৃথক জায়গা থেকে দু'জনের মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গেছে।

 

সূত্র মারফত পাওয়া খবরে জানা গেছে বড়জোড়ার ঝরিয়া গ্রামের বৃদ্ধা তুলসী বটব্যাল এদিন বাড়িতে ঘুমিয়েছিলেন। সেই সময় একটি হাতি তাঁর ওপর হামলা চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তুলসী বটব্যাল নামে ওই বৃদ্ধার। 
অন্যদিকে, বেলিয়াতোড় থানার সংগ্রামপুরে মঙ্গল বাউরী মঙ্গলবার ওষুধ আনতে গিয়ে আর ফেরেননি। তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতির সামনে পড়ে যায়। হাতির হানায় মৃত্যু হয় তাঁর। এদিন বাঁধকানা জঙ্গল সংলগ্ন সরষে চাষের জমি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে খবর।

হাতির আক্রমণে একদিনে দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বড়জোড়া ও বেলিয়াতোড় থানার পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করেছে। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মী আধিকারিকরা।

Comments :0

Login to leave a comment