UEFA Nations League Quarter Final Second Legs

নেশনস লিগে জয় পর্তুগাল , ফ্রান্স , স্পেন ও জার্মানির

খেলা

UEFA Nations League Quarter Final Second Legs

সোমবার উয়েফা নেশনস লিগের ম্যাচে জয় পেলো পর্তুগাল , ফ্রান্স , স্পেন ও জার্মানি। পেনাল্টি যেমন মিস করলেন , তেমনই পরে গোলও পেলেন রোনাল্ডো। ডেনমার্ককে ৫-২ ( দুই পর্ব মিলিয়ে ৫-৩ ) গোলে হারালো পর্তুগাল। ম্যাচের ৫মিনিটের মাথায় পেনাল্টি মিস করেন রোনাল্ডো। রোনাল্ডোর শট বাঁচিয়ে দেন ক্যাসপার স্মাইসেল। ৩৮মিনিটে আইনডারসনের আত্মঘাতী গোলে এহিয়ে যায় পর্তুগাল।৫৬ মিনিটে শোধ দেন নিসেন। ৭২মিনিটে গোল করে দলকে লড়াইয়ে রাখেন সেই রোনাল্ডোই। ৭৬ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় ডেনমার্ক। গোল করেন এরিকসন। নাটক এখনো বাকি ছিল ৮৬ মিনিটে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান ট্রিঙ্কাও। ম্যাচের ১১৫মিনিটে শেষ গোল করে কফিনে পেরেক পুঁতে দেন দিয়োগো জোটা। অন্য দুটি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৫-৪ গোলে ক্রোয়েশিয়াকে হারায় ফ্রান্স এবং একই ব্যবধানে নেদ্যারল্যান্ডসকে হারায় স্পেন। ইতালি এবং জার্মানির মধ্যে খেলা ৩-৩ গোলে শেষ হলেও দুই পর্ব মিলিয়ে ম্যাচ জেতে জার্মানি। আগামী ৫জুন স্টুটগার্টের এমএইচপি এরিনাতে প্রথম সেমিফাইনালে নামবে পর্তুগাল এবং জার্মানি। ৬জুন দ্বিতীয় সেমিফাইনালে নামবে স্পেন ও ফ্রান্স। আগামী ১২জুন আলিয়াঞ্জ এরিনাতে হবে ফাইনাল।    

Comments :0

Login to leave a comment