US Flights grounded

সিস্টেমে সমস্যা, আমেরিকায় বিপর্যস্ত বিমান পরিষেবা

আন্তর্জাতিক

আমেরিকায় (USA)ব্যহত বিমান পরিষেবা। আমেরিকার বিভিন্ন বিমান বন্দরে দাড়িয়ে সারি সারি বিমান। ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) কম্পিউটারে ত্রুটি ধরার পরেই বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বহু বিমান বাতিল করা হয়েছে। বিমানের সঙ্গে এয়ার ট্রাফিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় সিস্টেম পুনরুদ্ধার করার কাজ চলছে। তবে কতটা সময় লাগবে তা এখনই বলা মুশকিল বলে জানিয়েছে মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম কমান্ড সেন্টার (System Command Center)।


পরিস্থিতি যা সৃষ্টি হয়েছে তাতে আমেরিকাগামী বিমান গুলিকেও অন্যত্র ঘুড়িয়ে দেওয়া হয়েছে। বিমান চলাচল বন্ধ থাকায় সারা দেশের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীরা আটকে। যাত্রীদের সাহায্যার্থে হেল্পলাইন চালু করেছে প্রশাসন।

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Update 4: The FAA is making progress in restoring its Notice to Air Missions system following an overnight outage. Departures are resuming at <a href="https://twitter.com/EWRairport?ref_src=twsrc%5Etfw">@EWRairport</a> and <a href="https://twitter.com/ATLairport?ref_src=twsrc%5Etfw">@ATLairport</a> due to air traffic congestion in those areas. We expect departures to resume at other airports at 9 a.m. ET.</p>&mdash; The FAA ✈️ (@FAANews) <a href="https://twitter.com/FAANews/status/1613162735721746432?ref_src=twsrc%5Etfw">January 11, 2023</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Comments :0

Login to leave a comment