Ebola virus

উগান্ডায় নিয়ন্ত্রণে ইবোলা সংক্রামন

আন্তর্জাতিক

Ebola virus


ইবোলা সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বুধবার জানালো উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী জেন রুথ এসেন্জ। চারমাস আগে সে দেশে ইবোলা সংক্রমণ বাড়তে থাকে। প্রায় ৫৫ জনের মৃত্যুও হয়। যে মুবেন্ডেতে গত সেপ্টেম্বরে প্রথম ইবোলা আক্রান্তের খোঁজ পাওয়া গেছিল সেখান থেকেই ইবোলা নিয়ন্ত্রণের খবর দেশবাসীকে দেন জেন রুথ।


উগান্ডার এই দাবিতে শিল মোহর দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম ঘেব্রিয়াসস। তিনি বলেন ইবোলা নিয়ন্ত্রণে আনতে পশ্চিম আফ্রিকার এই দেশ যথেষ্ট কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়ে উগান্ডা খুব দ্রুত ইবোলা নিয়ন্ত্রণে আনতে পেরেছে তিনটি উপায়ে প্রথমত নজরদারি বাড়িয়ে। দ্বিতীয়ত আক্রান্ত চিহ্নিত করে তৃতীয়ত সংক্রামনকে ছড়াতে না দিয়ে।

Comments :0

Login to leave a comment