Dharmendra

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র

জাতীয়

‘বলিউডের হি-ম্যান’ হিসেবে পরিচিত ধর্মেন্দ্র, শোলে, ফুল অউর পাথর এবং চুপকে চুপকে-র মতো সিনেমায় তাঁর অসাধারণ অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন। মঙ্গলবার ৮৯ বছর বয়সে এই প্রবীণ অভিনেতার মৃত্যু হয়েছে।
১০ নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। মঙ্গলবার ৮৯ বছর বয়সে মারা যান এই প্রবীণ অভিনেতা। তিনি শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে, নিয়মিত চেকআপের জন্য তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দিনের বেলায়, স্ত্রী হেমা মালিনী, ছেলে সানি দেওল এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে দেখতে যান। অভিনেতা সালমান খান এবং শাহরুখ খানও কিংবদন্তি অভিনেতাকে দেখতে যান।
কয়েকদিন আগেই শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর অবস্থা স্থিতিশীলই ছিল। সোমবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। ৯০তম জন্মদিনের আগেই মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই অভিনেতা।

Comments :0

Login to leave a comment