সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সদের অভিযোগ, সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ নেওয়া থাকলেও সরকারি নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়না। বহুক্ষেত্রেই শাসকদলের কর্মীদের অস্থায়ী পদে হলেও নিয়োগ করা হয়। কিন্তু প্রশিক্ষিত সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা বঞ্চিত হন। নিয়মিত কাজের অভাবে ৩ বছর ধরে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে তাঁদের। কর্মসংস্থানের দাবিতে বহুবার আন্দোলন করলেও কোনও সুরাহা হয়নি। বরং প্রতিবারই পুলিশি জুলুম এবং অত্যাচারের শিকার হতে হয়েছে তাঁদের। হাজতেও দিন কাটাতে হয়েছে।
সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সদের আরও অভিযোগ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান, তাঁর পিএ, উত্তরকন্যা দপ্তরের সচিব, নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সেক্রেটারি, রাজভবন, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম,দমকলমন্ত্রী সুজিত বসু,শ্রমমন্ত্রী মলয় ঘটক, জলসেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন, উদয়ন গুহ,বুলুচিক বরাইক সহ রাজ্য প্রশাসনের প্রায় সমস্ত শীর্ষ মন্ত্রী কিংবা আধিকারিকের কাছে নিজেদের দাবি জানিয়েছেন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সরা। প্রতিক্ষেত্রেই শুকনো আশ্বাস ছাড়া মেলেনি কোনও সুরাহাই।
Comments :0