Pakistan terrorism

সন্ত্রাসের মদতদাতা হিসেবে দেশকেই দুষলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মঙ্গলবার বলেছেন, তার দেশ সন্ত্রাসবাদের বীজ বপন করেছে। পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ১০০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার একদিন পর মন্ত্রীর এই বিবৃতি।

সোমবার প্রাদেশিক রাজধানীর মসজিদে ৩০০ থেকে ৪০০ পুলিশ দুপুরের নামাজের জন্য জড়ো হয়েছিল, সময়েই আত্মঘাতী বিস্ফোরণে উড়ে যায় মসজিদ। পাকিস্তানের সংসদে বক্তৃতাকালে আসিফ বলেন, ‘‘আমি বেশিক্ষণ কথা বলব না, তবে আমি সংক্ষেপে বলব যে শুরুতেই আমরা সন্ত্রাসবাদের বীজ বপন করেছি।’’

তিনি আরও বলেন, পেশোয়ারের মসজিদ প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলাকারী  নামাজের সময় সামনেই দাঁড়িয়ে ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, আসিফ প্রশ্ন করেছিলেন পেশোয়ার মসজিদে বিস্ফোরণের জন্য কাকে দায়ী করা হবে।


এদিকে, বুধবার পেশোয়ার মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। বিস্ফোরণে কমপক্ষে ১৭০ জন আহত হয়েছে, যা মসজিদের উপরের তলাটি ভেঙে দিয়েছে।

Comments :0

Login to leave a comment