এবারের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত হবে ২০ মে। ওইদিন সকাল সাড়ে ১০ টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। সাড়ে ১১টা থেকে ছাত্র-ছাত্রীরা সরাসরি ফল জানতে পারবে। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে পর্ষদের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এবার মাদ্রাসার পরীক্ষা হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে।
পরীক্ষার ফল জানার জন্য এসএমএস ও ওয়েবসাইট ব্যবহার করতে পারবে ছাত্র-ছাত্রীরা। যেসব ওয়েবসাইট থেকে ছাত্র-ছাত্রীরা সরাসরি ফল জানতে পারবে সেগুলি হলো যথাক্রমে।
www.wbbme.org
www.wbresults.nic.in
www.exametc.com
এছাড়াও মোবাইলের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এছাড়াও বিনা পয়সায় মোবাইলে পরীক্ষার ফলাফল জানার জন্য Googly Play Store থেকে ‘‘ Exametc.com"" নামে Mobile App Download করেও ফলাফল জানা যাবে।
পর্ষদের প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, কালাম আজাদ ভবন, ডিডি-৪৫, সেক্টর-১, সল্টলেক, কোলকাতা-৭০০০৬৪) সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ হবে। সমস্ত সিনিয়র ও হাই মাদ্রাসার প্রধানরা যেন পর্ষদের প্রধান অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে।
Comments :0