Whatsapp new feature

নয়া ফিচার আনতে চলেছে হোয়াটস্যাপ

আন্তর্জাতিক

আরও অনেক নতুন ফিচার নিয়ে ভাবনা চিন্তা করছে হোয়াটস্যাপ (Whatsapp)। নতুন ফিচারে চ্যাট সংরক্ষনের অপশন আনার ভাবনা চিন্তা গ্রহণ করেছে মেসেজিং অ্যাপটি। বর্তমানে অ্যাপটিতে এমন ফিচার আছে যেখানে কোনো মেসেজ পাঠালে তা কিছু সময়ের পরে ডিলিট হয়ে যায়। নয়া ফিচারে সেগুলি সংরক্ষণ বা সেভ করে রাখা যাবে। 
{ad}
হোয়াটসঅ্যাপ বর্তমানে ফিচারটি নিয়ে কাজ করছে এবং এটি এখনও বিটা (Beta) পরীক্ষকদের কাছে প্রকাশ করা হয়নি। যদি ব্যবহারকারীরা এখনও মেসেজগুলি সংরক্ষণ করতে না চাইলে তাদের "আন-কিপ" করার অপশনও থাকবে। তবে একবার তারা আন-কিপ অপশনটি ক্লিক করলে, চ্যাটগুলি চিরতরে মুছে যাবে।

Comments :0

Login to leave a comment