Pakistan Wikipedia

আপত্তিকর নিবন্ধের অভিযোগ, পাকিস্তানে বন্ধ উইকিপিডিয়া

আন্তর্জাতিক

Pakistan Wikipedia

ধর্মীয় অসম্মানের অভিযোগে উইকিপিডিয়া ব্লক করল পাকিস্তান। শনিবার এই সংবাদ প্রকাশ করেছে সে দেশের সংবাদমাধ্যম।

জানা গিয়েছে, পাকিস্তান টেলিকম অথরিটি উইকিপিডিয়াকে নেটিশ দিয়েছিল। এদিন ব্লক করার সিদ্ধান্ত নেয়। 

পাকিস্তান টেলিকম অথরিটির মুখপাত্র জানিয়েছে, দু’দিন আগে এই ওয়েবসাইটকে নোটিশ দেওয়া হয়েছিল। আপত্তিজনক নিবন্ধ সরানোর নির্দেশও দেওয়া হয় ৪৮ ঘন্টার মধ্যে। কোনও অভিযোগ থাকলে যোগাযোগ করতেও বলা হয়। কিন্তু উইকিপিডিয়ার তরফে কোনও যোগাযোগ করা হয়নি। ফলে ব্লক করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে টেলিকম অথরিটি। 

উইকিপিডিয়া নেটদুনিয়ার অতি পরিচিত এনসাইক্লেপিডিয়া। বহু তথ্যের জন্য ভরসা এই ওয়েবসাইট। 

পিটিএ মুখপাত্র বলেছেন, আমরা ব্লক তুলে নেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করতে রাজি আছি। তবে আপত্তিকর অংশ তুলে নিতে হবে। 

Comments :0

Login to leave a comment