মাঝরাতে বাড়িতে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে পরপর ধর্ষণের ঘটনায় অভিযোগ উঠেছে ৩ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। পলাতক ১ জন। তার খোঁজে তল্লাশি চলছে। মঙ্গলবার রাতে পরপর ধর্ষণের এই ঘটনাটি ঘটে কুলতলি থানার দেউলবাড়ি এলাকায়। পুলিশ অভিযুক্ত আরশেদ মোল্লা ও পিঙ্কু হালদারকে গ্রেপ্তার করে। পলাতক অভিযুক্তের নাম আনোয়ার মোল্লা। অভিযোগ গলায় ছুরি ঠেকিয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে মহিলাকে পরপর ধর্ষণ করেছে অভিযুক্তরা।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত প্রায় পৌনে একটা নাগাদ ওই ৩ অভিযুক্ত বাড়িতে ঢুকে ৫৫ বছরের ওই গৃহবধূকে পরপর ধর্ষণ করে। এলাকায় তারা তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। ঘটনার খবর শুনে স্থানীয় মানুষরা কুলতলি থানায় খবর দেয়। পুলিশ ২ জনকে গ্রেপ্তার করলেও ১ জন এলাকা ছেড়ে চম্পট দেয়।
নির্যাতিতা ওই মহিলাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে মেডিকেল করা হয়েছে। পরপর ধর্ষণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় গ্রামবাসীরা। তাঁরা অভিযুক্তদের সকলের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।
এদিকে দেউলবাড়ি এলাকায় এই ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে সিপিআই(এম) কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি এদিন বলেন, মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের কোন নিরাপত্তা নেই। বাড়িতে ঢুকে ধর্ষণ করছে।
Physical Assault
গলায় ছুরি ঠেকিয়ে মহিলাকে দলবেঁধে ধর্ষণ, অভিযুক্তরা তৃণমূল কর্মী

×
Comments :0