এ দেশে সমাজে বহু রঙ। রামধনুর মতো আমরা রয়েছি। এই বন্ধন আরো জোরালো হোক।
হোলির দিন এভাবেই বহুত্বের বার্তা দিলেন সিপিআই(এম ) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
লোকসভা নির্বাচন সামনে রেখে এবার হোলিতে মেতেছে দেশ। সর্বত্র যদিও বিভাজনের বিষ ছড়াতে নেমেছে বিজেপি এবং আরএসএস। ভোটের মুখে সংশোধিত নাগরিকত্ব আইন চালুর সিদ্ধান্তকে বিভাজনের লক্ষ্যে বলে চিহ্নিত করেছে সিপিআই(এম)।
ইয়েচুরি সোমবার তাঁর বার্তায় বলেছেন, শান্তি ভ্রাতৃত্ব সম্প্রীতি সংহতি আমাদের নানা রঙকে বেঁধে রেখেছে এক জায়গায়। এই বন্ধন আরো জোরালো হোক। আনন্দে কাটুক রঙের উৎসব।
হোলির আগের দিনই ফল বেরিয়েছে দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ের। সম্প্রীতি সংহতির এই ক্যাম্পাসকে গত দশ বছরে বারবার দেশদ্রোহীর তকমা দিয়েছে আরএসএস। তবে ফের সংসদ নির্বাচনে জয়ী হয়েছে বামপন্থী এবং তাদের সমর্থিত ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা।
ইয়েচুরি অভিনন্দন জানিয়েছেন বিভেদের রাজনীতিকে পরাজিত করার জন্য।
Holi yechury
নানা রঙের ভারত থাকুক বেঁধে বেঁধে, হোলির বার্তায় ইয়েচুরি
×
Comments :0