মাত্র দিন কয়েক আগেই হাওড়া জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক রোগী। সেই রেশ কাটতে না কাটতেই ফের হাওড়ার আরও এক হাসপাতাল ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন আরেক রোগী। জানা গেছে গত ১৭ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে বারোটা থেকে ওই রোগীর কোনও খোঁজ মিলছে না। সূত্রের খবর মালিপাঁচঘড়া থানা এলাকার পাঁচকড়ি মোহন্ত লেনের এক আবাসনে থাকেন শকুন্তলা বর্মা(৭৬) নামে ওই মহিলা। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁকে জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার রাত সাড়ে বারোটা থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না। পরিবারের তরফ থেকে হাওড়ার মালিপাঁচগড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ রোগীর কোনও খোঁজ মেলেনি। হাসপাতালে ভর্তির পরে কী করে এক জন রোগী বেরিয়ে গেলেন এবং তা নিরাপত্তারক্ষীরা জানতেও পেলেন না সেই প্রশ্ন তুলছেন রোগীর পরিবার।
Comments :0