ARIDAHA JAYANTA SING TMC

অনুমোদন ছাড়াই প্রাসাদ তৈরির অভিযোগও জয়ন্তের বিরুদ্ধে

জেলা

এই বাড়ি ঘিরেই অভিযোগ আড়িয়াদহের তৃণমূল নেতা জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে।

নির্মীয়মাণ নতুন তিনতলা বাড়ি যেন রাজপ্রাসাদ। সাদা প্রাসাদের মতো বাড়িটি বেআইনি, খবর কামারহাটি পৌরসভা সূত্রে। 
অভিযোগ, বেআইনি এই বাড়ির নকশায় পৌরসভার অনুমোদন নেই। সেই বাড়িতে আবার বিদ্যুতের লাইন দিয়েছে সিইএসসি। বাড়িতে রয়েছে সিসি ক্যামেরা। আরও অভিযোগ, পুকুরের একটা অংশ দখল করে এই বাড়িটি বানানো হয়েছে। 
আড়িয়াদহের তৃণমূল নেতা জয়ন্ত সিংহের একের পর এক কুকীর্তি সামনে আসছে মারধরের ঘটনা বেরিয়ে যাওয়ার পর থেকে। ১ জুলাই মা এবং ছেলেকে মারধরের ঘটনা ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া পড়েছে রাজ্যজুড়ে। এই তৃণমূল নেতার সঙ্গে সংযোগ অস্বীকার করছেন এখন তৃণমূলের বিধায়ক বা সাংসদ। কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন, ওপরমহলে বড় যোগাযোগ না থাকলে তোলাবাজি থেকে ক্লাবে ডেকে মারধর চালিয়েও বিনা বাধায় ঘুরে বেড়াতে পারত না জয়ন্ত সিং। 
বুধবারই বারাকপুর কমিশনারেট স্বীকার করেছে ক্লাবে ডেকে চোর সন্দেহে যুবক যুবতীকে মারধরের ঘটনা তিন বছরের বেশি পুরনো। সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়ায় তা নিয়ে খোঁজখবর করে গ্রেপ্তারি হয়েছে। ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার আগে এমন মারাত্মক ঘটনা সম্পর্কে পুলিশ কিছু জানত না, এমন তত্ত্বে সায় নেই আড়িয়াদহ বা সংলগ্ন এলাকার জনতা। বরং অভিযোগ, তৃণমূলের মদত থাকায় জয়ন্ত বা তার দলবলকে বিরক্ত করতে পুলিশ সাহস পেত না।
জয়ন্ত সিংয়ের নতুন বাড়িতে এখনও কেউ প্রবেশ করেননি। নির্মীয়মাণ ‘হোয়াইট হাউসের’ গৃহপ্রবেশ এখনও হয়নি। বছর দুয়েকের মধ্যে এত বড় বাড়ি তৈরি নিয়ে সরাসরি সংবাদমাধ্যমে মুখ খুলতে চাইছেন না স্থানীয়রা। তবে এই নতুন বাড়ির খবর করতে এলে সাংবাদিকদের উপর আক্রমণ হয়। জানা গিয়েছে, জয়ন্ত সিংয়ের পরিবারের লোকজনই হামলায় জড়িত। এরপরে দক্ষিণেশ্বর থানায় খবর গেলে বড় পুলিশ বাহিনী পাঠানো হয়।

Comments :0

Login to leave a comment