AAP ELECTION COMMISSION

বিজেপি’র শাখা হয়ে গিয়েছে নির্বাচন কমিশন, ক্ষোভ ‘আপ’-র

জাতীয়

বিজেপি’র শাখা হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। সোশাল মিডিয়ায় দলের পোস্ট মুছে দেওয়ার নির্দেশ জারি হতে এই প্রতিক্রিয়া জানালো আম আদমি পার্টি। নির্বাচনী আচরণ বিধি ভাঙার দায়ে ‘এক্স’ (আগের টুইটার) প্ল্যাটফর্ম-কে ‘আপ’-র একাধিক পোস্ট মোছার নির্দেশ দিয়েছে কমিশন। 
১৬ মার্চ ভোট ঘোষণা করেছে কমিশন। সেদিন থেকেই জারি হয়েছে নির্বাচনী আচরণ বিধি। 
‘আপ’-র অন্যতম মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেছেন, ‘‘দেশের পক্ষে উদ্বেগের যে বিজেপি’র শাখা হয়ে কাজ করছে কমিশন। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। কিন্তু আমরা একাধিক অভিযোগ জানিয়েছি কমিশনে। সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়নি।’’
বুধবারই শেষ হয়েছে প্রথম দফার ভোটের প্রচার। প্রথম দফার ভোট নেওয়া হবে ১৯ এপ্রিল, শুক্রবার।
কমিশনে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আচরণ বিধি ভাঙার অভিযোগ দায়ের করেছে সিপিআই(এম)। একের পর এক নির্বাচনী জনসভায় ধর্মাচরণকে হাতিয়ার করে রাজনৈতিক প্রচার চালাচ্ছে মোদী। বিরোধীদের নামে অসত্য অভিযোগ তুলছেন। এই মর্মে নির্দিষ্ট বক্তব্য জানিয়ে অভিযোগ দায়ের করা হলেও মোদীর বিরুদ্ধে কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। 
‘আপ’-র পোস্ট মোছার নির্দেশ দিয়ে ‘এক্স’-কে কমিশন বলে যে অমান্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে। ‘এক্স’ প্লাটপর্ম থেকেই কমিশনের নির্দেশ প্রসঙ্গে জানানো হয়।

Comments :0

Login to leave a comment