আদিবাসীদের শোভাযাত্রাকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্ষোভে তৃণমূলের দপ্তরে আগুন লাগিয়ে দেন আদিবাসীরা। বুধবার ডেবরা থানার ভবানীপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামনগরে এই ঘটনা ঘিরে উত্তেজনা তুঙ্গে।
এদিন বিশ্ব আদিবাসী দিবস স্মরণে আদিবাসী সংগঠনের ডাকে পদযাত্রা হয় ওই এলাকায়। অভিযোগ, সেই পদযাত্রাকে লক্ষ্য করে তৃণমূলের দপ্তর থেকে কয়েকজন কটূক্তি ছুঁড়ে দেয়।
অমর্যদাকর মন্তব্যের প্রতিবাদ করেন আদিবাসী সমাজের ডাকা মিছিলে অংশ নেওয়া স্থানীয়রা। তা থেকে বাঁধে বচসা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খন্ডযুদ্ধ বেঁধে যায়। তার জেরে তৃণমূলের নেতা কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। আদিবাসী সংগঠনের ডাকে মিছিলে অংশ নেওয়া একাংশ ক্ষিপ্ত হয়ে তৃণমূলের দপ্তর ও আসবাব পত্র ভেঙে গুঁড়িয়ে দেয়। আগুনও লাগিয়ে দেয় বলে অভিযোগ।
বিক্ষোভরত আদিবাসীদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ঝাড়গ্রামের মঞ্চে আদিবাসী সমাজের কল্যাণের জন্য বক্তব্য রাখছেন সেই সময় তাঁর দলের লোকজন অমর্যাদাকর মন্তব্য করছেন। ঘটনাস্থলে যায় ডেবরা থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের তরফে।
Comments :0