AI

‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ শীর্ষ বৈঠক, নজরদারিতে সমন্বয়ের দাবি সুনকের

আন্তর্জাতিক

সমাজে বিভাজন বা গুজব ছড়িয়ে দিতে এআই’র ব্যবহার বন্ধ হবে কি? ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের ডাকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ বৈঠক করল ২৮টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পাশাপাশি শীর্ষ বৈঠকে যোগ দিয়েছে চীনও। 

 ব্লেচলিতে শীর্ষ সম্মেলনের পর সুনকের দাবি প্রযুক্তির ওপর সরকারি নিয়ন্ত্রণে রাজি হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স মডেল নির্মাতা একাধিক শীর্ষ সংস্থা। সমাজের পক্ষে ক্ষতিকর কিনা, সেই পরীক্ষা দিতে রাজি তারা। ফলাফল ইতিবাচক না হলে খোলা বাজারে পরিষেবা না চালু করতে রাজি এই সংস্থাগুলি।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাধিক আশঙ্কা বিভিন্ন স্তরে। গুজব ছড়ানো, দ্রুত হিংসা ছড়ানোর কাজে এই প্রযুক্তিকে ব্যবহারের আশঙ্কা রয়েছে। আবার আশঙ্কার গণ্ডি ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেই হলিউডের চিত্রনাট্যকাররা তাদের কাজ কেড়ে নেওয়ার জন্য দায়ী করেছেন এই প্রযুক্তিকে। তাঁদের অভিযোগ, টিভি এবং সিনেমা প্রযোজনা সংস্থাই বাড়তি মুনাফার লোভে ব্যবহার করছে কৃত্রিম প্রযুক্তিকে। 

গত সপ্তাহেই আমেরিকার রাষ্ট্রপতি এআই নিয়ন্ত্রণে সরকারি নজরদারির আদেশনামায় সই করেছেন। সরকারি নজরদারি প্রতিষ্ঠানও ঠিক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে কোনও এআই প্রযুক্তি বাজারের ছাড়ার আগে এই প্রতিষ্ঠানকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়নও কিছু আগে এআই নিয়ন্ত্রণে চালু করেছিল আইন। তবে ব্রিটেনে এমন কোনও আইন নেই।  

শীর্ষ বৈঠকে আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস বলেছেন, ‘‘এই প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কা পুরোমাত্রায় রয়েছে। বিভাজন ছড়াতে দ্রুত ব্যবহার করা যায়। ভুয়ো খবর ছড়াতে পারে চালু প্রযুক্তিও। কিন্তু পরিস্থিতি অনুযায়ী পরপর নতুন ভুয়ো খবর ছড়িয়ে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমতা নির্ভর প্রযুক্তি। ফলে নজরদারি দরকার।’’

এআই প্রযুক্তি নির্মাতা সংস্থা ডিপমাইন্ড’র প্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেমানের মত, বিশ্বময় এই প্রযুক্তি নিয়ে অভিন্ন বোঝাপড়া গড়ে তোলা দরকার। তার আগে আপাতত এই ধরনের সফ্‌টওয়্যার নির্মাণ বন্ধ রাখা উচিত।’’

রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘‘লেখা, গান বা ছবি মানুষের মতো তৈরি করছে এই প্রযুক্তি। সমাজে এর প্রভাব আছে। ভাল এবং মন্দ প্রভাব বিচার করার জন্য নজরদারি থাকার দরকার। ঘটনা হলো কোথাও তা নেই।’’ 

Comments :0

Login to leave a comment