Power Department Employee

আক্রান্ত বিদ্যুৎ পর্ষদের কর্মী, প্রতিবাদে সভা সোমবার

জেলা

Power Department Employee

বুধবার রাতে বিদ্যুৎ পর্ষদের মানিকচক সাব-স্টেশনে বিদ্যুৎ পর্ষদের স্থায়ী কর্মী অজয় কুমার মণ্ডল নাইট ডিউটি করার সময় রাত দেড়টা নাগাদঅজ্ঞাত পরিচয় লোকজনের হাতে আক্রান্ত হন। তখন পাওয়ার কাট ছিল। তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। মাথায় ১৪টি সেলাই পড়েছে। তার বাড়ি মানিকচকের ভূতনীতে। তাঁকে মালদহ শহরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্যুৎ পর্ষদ ওয়ার্কমেন্স ইউনিয়ন ও সিআইটিইউ নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, আমরা আহতের সাথে যোগাযোগ রাখছি। প্রশাসনের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। সিআইটিইউ’র জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা বলেন, ১১ সেপ্টেম্বর ঘটনার প্রতিবাদে সভা হবে অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে। ইউনিয়নের নেতা শেখর কুমার রাব বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুৎ কর্মীরা আক্রমণ ও হয়রানির শিকার হচ্ছেন। ইতিমধ্যে আমরা দক্ষিণ সাব ডিভিসনের আধিকারিকদের কাছে স্মারকলিপি দিয়েছি।

Comments :0

Login to leave a comment