Bandh South Dinajpur

বন্‌ধের প্রভাব দক্ষিন দিনাজপুরে

রাজ্য জেলা

Bandh South Dinajpur বালুরঘাট থানা মোড়ে আদিবাসীদের বিক্ষোভ ও পথ অবরোধ। অপূর্ব মন্ডল।


আদিবাসী মহিলাদের শাসক দলে যোগদান পর্বে দণ্ডি কাটানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের  দাবিতে আদিবাসী সেঙ্গেলসের বারো ঘন্টা বন্‌ধ পালিত হল দক্ষিণ দিনাজপুরে। সোমবার সকাল থেকেই বেসরকারি বাস সহ অন্যান্য পরিবহন চলেনি। রাস্তায় সরকারি বাস নামলেও আটকে দেয় আদিবাসীরা। বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী থাকলেও সরকারি কর্মচারীদের   ঢুকতে বাধা দেয় বন্‌ধ সমর্থনকারীরা। অনেক ব্যাংককে বন্ধ করে দেয় মিছিল করে।

জেলা পোস্ট অফিসের  কর্মীরা যথা সময়ে ঢুকে পড়ে গেটে পিকেটিং না থাকায়। তবে অন্যান্য দিনের মতো পোস্ট অফিসে সাধারণ মানুষের ভীড় লক্ষ্য করা গেল না। গোটা জেলার বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে, গাছের ডাল ফেলে ও  বেঞ্চ রেখে পথ অবরোধ করা হয়। তীর ধনুক সহ অন্যান্য অস্ত্র সহ সংগঠনের পতাকা লাগিয়ে  মোটরসাইকেলের র্যাটলি চলাকালীন দোকান পাঠ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। 

 

Comments :0

Login to leave a comment