Subhash Sarkar

প্রশ্ন করায় মেজাজ হারালেন কেন্দ্রীয় মন্ত্রী, দিলেন গলাধাক্কা ও মারধর

রাজ্য লোকসভা ২০২৪

হুড খোলা গাড়িতে করে নির্বাচনী প্রচারে গিয়ে এলাকার এক ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে না পেরে মেজাজ হারিয়ে সেই ব্যক্তিকে গলাধাক্কা দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে। অভিযোগ যে এর পর বিজেপি’র প্রার্থী সঙ্গীরাও নাকি ওই ব্যক্তিকে মারধর করেন। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  যদিও এই ভিডিও‘র সত্যতা যাচাই করেনি গণশক্তি ডিজিটাল।


ঘটনা হল এদিন ছাতনা থানার তেঘড়ি গ্রামপঞ্চায়েত এলাকার জগন্নাথপুর গ্রামে বিজেপি প্রার্থী প্রচারে গিয়েছিলেন। গাড়ির উপরেই তিনি ছিলেন। সেই সময় এই এলাকার বাসিন্দা আবির লাল মন্ডল তাঁকে জিজ্ঞাসা করেন এই পাঁচবছরে সাংসদ হিসাবে তিনি কি করেছেন? এতেই মেজাজ হারিয়ে ফেলেন বাঁকুড়ার বিদায়ী সাংসদ। বিজেপির প্রচারের গাড়ি ঘিরে বহু মানুষ প্রশ্ন করতে থাকেন। তখন প্রার্থীর গাড়িতে থাকা দলের কর্মীরাও মারধর শুরু করে বলে এলাকার মানুষজনের অভিযোগ। এলাকার মানুষজন বিষয়টি পুলিশকে জানিয়েছেন। জগন্নাথপুর গ্রামের মানুষের বক্তব্য কোন কাজই বিজেপির সাংসদ করেননি। এখন প্রশ্ন করায় মেজাজ হারাচ্ছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।  

Comments :0

Login to leave a comment