BLAST CHHATTISGARH

বিস্ফোরণ বস্তারের বুথে, আহত জওয়ান

জাতীয় লোকসভা ২০২৪

ছবি প্রতীকী।

ভোটের দিন বিস্ফোরণ হলো বুথের মধ্যেই। সিআরপিএফ’র এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডার আহতও হয়েছেন। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ভইরামগড় থানা এলাকায় হয়েছে এই বিস্ফোরণ। 
সিআরপিএফ জানিয়েছে যে বাহিনীর ওই অ্যাসিট্যান্ট কমান্ডান্ট মনু এইচসি বিস্ফোরক ভরা ওই পাত্রের কাছাকাছি ছিলেন। চাপ পড়তেই বিস্ফোরণ হয়। বাঁ হাত এবং বাঁ পায়ে আঘাত লেগেছে। 
সিআরপিএফ’র দাবি, মাওবাদীরা এই নাশকতার পিছনে রয়েছে। বিজাপুরে আরেক জওয়ান আহত হন নিজেদের গ্রেনেড লঞ্চার ফেটে। আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার ফেটে জওয়ানের আহত হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, আহত জওয়ানের প্রাণের আশঙ্কা নেই। ঘটনার তদন্ত হচ্ছে।
বিজাপুরের এই এলাকা বস্তার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ভোটের মুখে ছত্তিশগড়ে বাহিনীর অপারেশনে নিহত হন ২৯ জন। পুলিশ এবং রাজ্য প্রশাসন ঘটনায় মাওবাদী বিরোধী অপারেশনের সাফল্য দাবি করেছে। কিন্তু নিরীহ গ্রামবাসীদের হত্যার আশঙ্কা জানিয়েছে বিভিন্ন অংশ। 
বস্তার, দান্তেওয়াড়া এবং বিজাপুরের বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছে পুলিশ। বেলা ১টা পর্যন্ত বস্তার লোকসভা আসনে প্রায় ৪৩ শতাংশ ভোট পড়েছে।

Comments :0

Login to leave a comment