উৎসবকে সামনে রেখে জলপাইগুড়ির বিভিন্ন এরিয়া কমিটি গুলিতে রবিবার থেকে শুরু হলো মার্কসীয় পত্রপত্রিকা বিক্রয় কেন্দ্র। রবিবার জলপাইগুড়ি জেলা শহরের তিনটি এরিয়া কমিটি এলাকায় ও জেলা পার্টি দপ্তরের চেতনা বুক স্টলের উদ্বোধন হয়। জেলা পার্টি দপ্তরের চেতনা বুক স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে বুক স্তলের উদ্বোধন করেন পার্টির রাজ্য নেতৃত্ব সলিল আচার্য, পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ। সদর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে শহরের উকিলপাড়া মোড়ে আয়োজিত বুক স্টলের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা সম্পাদক পীযূষ মিশ্র। সঙ্গে ছিলেন , পার্টির রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, পার্টির বর্ষীয়ান নেতা জিতেন দাস, জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য, প্রদীপ দে। উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে দুটি বুক স্টলের পথ চলা শুরু হয় চেতনা বুক চলে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ভারতীয় শিল্পী সাগ্নিক ভট্টাচার্য, উকিলপাড়া বুক স্টলে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়।। এছাড়াও সদর-পশ্চিম এরিয়া কমিটি ও সদর দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে রবিবার বুক স্টলের আয়োজন করা হয়। পার্টির জেলা সম্পাদক পীযূষ মিশ্র জানান, জলপাইগুড়ি জেলার মার্কসীয় পত্রপত্রিকা বিক্রয় কেন্দ্রের বিপনী চেতনা এনবিএ’র সাথে সংযুক্ত হয়ে গত একমাস ধরে প্রথমে তিন দিন ব্যাপী বইয়ের হাট ও পরে মার্কসীয় পত্র পত্রিকা ছাড়াও সুস্থ চেতনা বিকাশের লক্ষ্যে আধুনিক সময়োপযোগী এবং আকর্ষণীয় বইয়ের সম্ভার হাজির করে সমস্ত এরিয়া কমিটিরকে বুক স্টলের জন্য পৌঁছে যাওয়ার ব্যবস্থা করেছে। এখন পর্যন্ত লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে। জেলার ১৬ টি এরিয়া কমিটির অধিকাংশই শারদ উৎসব, পরবর্তীতে উৎসবের মরশুমে বিভিন্ন গ্রামীণ মেলায় বুক স্টলের আয়োজন করেছে। মার্কসীয় পত্র পত্রিকা বিক্রয়ের মধ্য দিয়ে বামপন্থী মতাদর্শ ও সমাজে সুস্থ চেতনা গড়ে তোলার প্রয়াস গ্রহণ করবে। কেন্দ্র ও রাজ্যের শাসক দল যেখানে আজকের যুবসমাজকে বই থেকে দূরে রেখে বিনোদনের দুনিয়ায়, নেশার দুনিয়ায় প্রবেশ করিয়ে বিভাজনের রাজনীতিকে টিকিয়ে রাখতে চাইছে। তার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রধান হাতিয়ার মানুষের মতাদর্শকে শানিত করার লক্ষ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা।
Book Stall Jalpaiguri
বিভাজনের রাজনীতিকে হারানোর ডাক জলপাইগুড়ির বুক স্টলের উদ্বোধনে

×
Comments :0