Budget cut in central scheme

রেগাসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাজেট ছাঁটাই

জাতীয়

একশো দিনের কাজের প্রকল্প(রেগা) বাজেট বরাদ্দ করা হয়েছে ৬০,০০০কোটি টাকা। যা গতবছরে ছিল ৭৩,০০০কোটি টাকা। তার আগের বছর, অর্থাৎ ২০২১-২২-এ এই প্রকল্পে বাজেট বরাদ্দ ছিল ৯৮,৪৬৮কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার রেগায় বাজেট বরাদ্দ কমানো হয়েছে ১৭.৮০%। ২০২১-২২-র তুলনায় তা আরও বেশি — ৩৯.০৬%!
অর্থাৎ একশো দিনের কাজের প্রকল্পে বাজেট বরাদ্দ কমানোর পথেই রইলেন নরেন্দ্র মোদী।
সংখ্যালঘু উন্নয়নেও ব্যপক বরাদ্দ ছাঁটাই হয়েছে। গত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ১৮১০কোটি টাকা। এবার সেই বরাদ্দ নেমে এসেছে ৬১০কোটি টাকায়। কমেছে ৬৬.২৯%।
গ্রামীণ সড়ক যোজনায় বরাদ্দ একটি টাকাও বাড়ানো হয়নি। যা ছিল তাই। অর্থাৎ ১৯,০০০কোটি টাকাই রয়েছে।
কমানো হয়েছে শস্য বুমা যোজনায় বরাদ্দও। গত আর্থিক বছরে বাজেট বরাদ্দ ছিল ১৫,৫০০কোটি টাকা। তা এবারে করা হয়েছে ১৩,৬২৫ কোটি টাকা।
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের দুটি ক্ষেত্রেই বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এফসিআইকে ভরতুকির পরিমাণ গত বাজেটে ছিল ১,৪৫,৯২০ কোটি টাকা। তা এবার নামিয়ে আনা হয়েছে ১,৩৭,২০৭ কোটি টাকায়। এখানে আশ্চর্যজনক হলো, বাজেটের সংশোধিত হিসাবে বলা হয়েছে চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত এই খাতে সরকার দিয়েছে ২,১৪,৬৯৬ কোটি টাকা! 
একই জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুসারে খাদ্যশস্য সংগ্রহে ভরতুকির পরিমাণও কমানো হয়েছে। গত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৬০,৫৬১কোটি টাকা। সংশোধিত বাজেট বলছে খরচ হতে পারে ৭২,২৮৩ কোটি টাকা। অথচ এবারের বাজেটে বরাদ্দ ধরা হয়েছে ৫৯,৭৯৩কোটি টাকা।
জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুসারে রেশন সরবারহ যার উপর নির্ভরশীল, সেই খাতে বরাদ্দ লাগাতার কমানো নিঃসন্দেহে আশঙ্কাজনক।

Comments :0

Login to leave a comment