শিক্ষা মন্ত্রী নির্দেশেই তৈরি করা হয়েছে অতিরিক্ত শূন্য পদ। শুক্রবার আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাঁড়িয়ে একথা জানালেন শিক্ষা সচিব মণীশ জৈন। এদিন আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয়। শিক্ষা সচিবকে বিচারপতি জিঞ্জাসা করেন যে, কমিশন আইন জানা স্বত্ত্বেও কেন বেআইনি ভাবে শূন্য পদ তৈরি করা হলো। শিক্ষা সচিব আরও দাবি করেন যে আইনী পরামর্শ নিয়ে ক্যাবিনেটের অনুমতি নিয়েই এই শূন্য পদ তৈরি করা হয়।
অন্যদিকে শূন্যপদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলায় কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য এবং এসএসসি। ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে নির্দেশ দিয়েছিল যে কার নির্দেশে এই বেআইনি পদ তৈরি করা হয়েছে তা খুঁজে বার করার। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেজ্ঞ করে ডিভিসন বেঞ্চে গেলে ধাক্কা খায় রাজ্য এবং কমিশন। তারপর তারা শীর্ষ আদালতের দারস্থ হলে শীর্ষ আদালত রায়ের ওপর তিন সপ্তাহের স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে।
Comments :0