শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তির মানুষের দাবিকে সামনে রেখে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তিবাসীরা। ব্রিগেড সমাবেশের সমর্থনে প্রচার চলছে রাজ্যের প্রতিটি জেলায়। রবিবার ব্রিগেড সমাবেশের প্রচার অব্যাহত গোটা রাজ্যজুড়ে। রবিবারও সকাল থেকে দুপুর পর্যন্ত জলপাইগুড়ি শহরের ২১ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া, শিরিষতলা ও বিলপাড়া এলাকায় ব্রিগেডের প্রচার এবং অর্থ সংগ্রহ কর্মসূচি চলে। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় প্রচার করছেন সিআইটিইউ কর্মীরা। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা দেওয়াল লিখন ও পোস্টারে সেজে উঠেছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন।
এদিন ব্রিগেড সমাবেশের সমর্থনে ব্যারাকপুরে সিআইটিইউ জেলা অফিস শান্তিময় ঘোষ ভবনে নর্থ ২৪ পরগণা জেলা অটো অপরেটর্স ইউনিয়নের সভা হয়। ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ ও ২০ মে দেশব্যাপী ধর্মঘটকে সফল করতে অটো চালকদের নিয়ে সভায় বলেন সিআইটিইউ উত্তর ২৪পরগণা জেলা সম্পাদক গার্গী চাটার্জি। তিনি বলেন, বর্তমান সময়ে মোদী সরকার ধর্মের নামে ভাগ করতে চাইছে শ্রমিকদের। রাজ্যের অটো ফেডারেশনের সম্পাদক তথা জেলা অটো ইউনিয়নের সম্পাদক সমস্ত অটো শ্রমিকদের বাকি দিন গুলিতে ভ্রাম্যমাণ প্রচারক হিসাবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।
রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের উদ্যোগে কাকিনাড়া বাজারে গান্ধী মূর্তির সংলগ্ন স্থানে রিক্সা চালকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় রবিবার।
পশ্চিম মেদিনীপুর জেলায় ১৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্রিগেড সমাবেশের বার্তা পৌছে দিতে পদযাত্রা হয় রবিবার। উত্তরকন্যা অভিযানে পুলিশের আক্রমণের প্রতিবাদে ধিক্কার জানানো হয় মিছিলে। ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশে সামিল হওয়ার আহ্বান জানানো হয় মিছিল থেকে।
ঝাড়গ্রামে সিআইটিইউ ডাকে ব্রিগেড সমাবেশের দাবি নিয়ে প্রচার মিছিল ও কর্মশালা সংগঠিত হয়। এছাড়া জেলার আরও তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রা হয়। পাশাপাশি প্রতিটি স্থানে কেন্দ্রের বিজেপি সরকারের কর্পোরেট স্বার্থ রক্ষা, মানুষ মারা নীতির রুখে দেওয়ার আন্দোলন তীব্র করতে ২০মে সাধারণ ধর্মঘটের দাবি পত্র বিলি করা হয়। ডেবরা ব্লকের রাধামোহনপুর, পশং, ডুঁয়া, মাধবপুর, লোয়াদা, ঘাটাল শহরে চারটি ওয়ার্ড, মোহনপুর ব্লকের শিয়ালসাই, বড়াই ও শ্যামসাই, সবং ব্লকের দেভোগ, মোহাড়, বিষ্ণুপুর, ঘাটাল ব্লকের মনসুকা, অজবনগর, খড়্গপুর গ্রামীণ ব্লকের বড়কোলা, গোকুলপুর, মাদপুর, গোপালী, কেশিয়াড়ী এবং দাঁতন গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম থেকে গ্রাম পদযাত্রা হয়। একাধিক গঞ্জে হয় পথসভা হয়। বিলি করা হয় প্রচার পত্র। ব্রিগেড সমাবেশে সামিল হওয়ার প্রচারের সঙ্গে আগামী ২০ মে সাধারণ ধর্মঘটের দাবিগুলি তুলে ধরেও প্রচার হয়।
ব্রিগেডর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার ও চাল সংগ্রহ করা হয় কালনা দু নম্বর ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েতের মাতিশ্বর গ্রামে। প্রচার ও চাল সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়া যায় সাধারণ মানুষের কাছ থেকে।
বিগ্রেড সমাবেশকে সাফল্য মন্ডিত করতে গ্রাম সভা, হাট মিছিল, গ্রাম থেকে গ্রামে পদ যাত্রা, পথ সভা সহ অন্যান্য কর্মসূচি চলছে দক্ষিণ দিনাজপুরের প্রতিটি ব্লকে। রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের মহারাজপুরে বিভিন্ন গনসংগঠনের উদ্দোগে কৃষকের ফসলের ন্যায্য মূল্য, গ্রামীণ রোজগার যোজনায় দুইশো দিনের কাজ, শ্রমিকদের ছয়শো টাকা মজুরি, যুবক যুবতীদের কর্মসংস্থান, মহিলাদের সুরক্ষা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিল হলো। উপস্থিত ছিলেন গন আন্দোলনের নেতা অচিন্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ।
২০ এপ্রিল ব্রিগেড সমাবেশকে সামনে রেখে গণকনভেনশন অনুষ্ঠিত হয় চুঁচুড়ায়। রবিবার সিআইটিইউ সমন্বয় কমিটির ডাকে পোস্টাল ইউনিয়ন আখনবাজার বাসস্ট্যান্ড ভবনে এই গণকনভেনশনে আলোচনা করেন সিআইটিইউ হুগলি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মনোদীপ ঘোষ। ব্রিগেড সমাবেশ সফল করবার জন্য প্রস্তাব উত্থাপন করেন সিআইটিউ চুঁচুড়া সমন্বয় কমিটির সম্পাদক বিপ্লব রায়। সভাপতিত্ব করেন চুঁচুড়া সমন্বয় কমিটির সভাপতি দেবাশীষ বসু। এছাড়াও শেওড়াফুলি নগা বাজার থেকে ঘোষ মার্কেট পর্যন্ত মিছিল হয় ব্রিগেড সমাবেশকে সামনে রেখে।
পাশাপাশি কৃষক , শ্রমিক ,ক্ষেতমজুর সংগঠনের সমন্বয় টিমের উদ্যোগে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ কে সামনে রেখে কনভেনশন অনুষ্ঠিত হয়। জিরাটে প্রবীর সেনগুপ্ত ভবনে এই কনভেনশনে আলোচনা করেন কৃষক নেতা ভক্তরাম পান, ক্ষেতমজুর নেতা রামকৃষ্ণ রায় চৌধুরী, সি আই টি ইউ নেতৃত্ব মলয় সরকার।
রবিবার নাগেরবাজার সাতগাছি মোড় সংলগ্ন ব্রিজের নিচে গণ-কনভেনশনের আয়োজন করা হয় সিআইটিইউ দক্ষিণ দমদম পৌরাঞ্চল কো-অর্ডিনেশন কমিটি ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি দক্ষিণ দমদম পৌরাঞ্চল’র পক্ষ থেকে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ এবং ২০ মে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির আহ্বানে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এই কনভেনশন অনুষ্ঠিত হয়।
শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর সংগঠন সমূহের ডাকে ব্রিগেড সমাবেশের সমর্থনে হাবড়া শহর উত্তর ও দক্ষিণ ট্রেড ইউনিয়ন ফ্রন্টের আহ্বানে হাবড়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত হলো প্রকাশ্য কনভেনশন। এই কনভেনশনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিআইটিইউ উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক গার্গী
ব্রিগেড সমাবেশের সমর্থনে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে প্রচার, মিছিল চলছে। রবিবার গড়িয়া সুভাষ পল্লীতে ব্রিগেড সমাবেশের সমর্থনে বিভিন্ন গণসংগঠনের আহ্বানে কনভেনশন হয়। এই কনভেনশনে বক্তব্য রাখেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তুষার ঘোষ, সিআইটিইউ দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক দেবাশিস দে প্রমুখ। কনভেনশন পরিচালনা করেন স্বপন বসু, মৌসুমী ঘোষ ও সৌমেন গুহ।
মেহনতি মানুষের সংগঠন গুলির আহ্বানে ২০ এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ সফল করার ডাক দিয়ে রবিবার, কামারহাটির টেক্সম্যাকো - দেশপ্রিনগর অঞ্চলে এবং বরানগরে দুইটি পৃথক মিছিল সংগঠিত হয়। শ্রমিক বিরোধী শ্রমও কোড বাতিল , প্রিপেইড স্মার্ট মিটার বাতিল , দানবীয় পরিবহন আইন বাতিলের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, শিল্পের জমিতে শিল্প স্থাপন, ফসলের ন্যায্য দাম ও ক্ষেতমজুরের মজুরি বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার দাবিতে সোচ্চার ছিল মিছিল দুটি।
Comments :0