Calcutta football League

হাফ ডজন গোলে জয় ইস্টবেঙ্গলের

খেলা

ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। মোট ৬ গোলে জিতল ইস্টবেঙ্গল । প্রথমার্ধের শেষে বেহালা স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়েছিল  লাল হলুদ। ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের চাকু মান্ডি। প্রবল বৃষ্টিপাতের ফলে ব্যারাকপুর স্টেডিয়ামের মাঠের অবস্থা তথৈবচ। মাঠে জল থাকায় বল ঠিকমত গড়াচ্ছিল না। ফুটবলারদের বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছিল ম্যাচে। ৩০ মিনিটে বক্সের মধ্যে থেকে শট করে বিপক্ষ গোলরক্ষের বাঁ দিকে গোল করেন ইস্টবেঙ্গলের ডেভিড। ৩২ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ান আশিক।তৃতীয় গোলটি আসে ডেভিড আর আশিকের যুগলবন্দীতে।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে বিনা বাধায় একা বল পেয়েও গোলের সামনে বল বাইরে মারেন আনন্থু। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করে মাত্র একটি। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন আশিক। ৭২ মিনিটে  গোল করে ব্যবধান বাড়ান মার্ক জোথন পুঁইয়া। ৭৪ মিনিটে দলের ষষ্ঠ ও নিজের প্রথম গোল করেন গুইতে।

Comments :0

Login to leave a comment