সৌদি আরবের রিয়াধে দাবার ইস্পোর্টস বিশ্বকাপের কোর্য়াটার ফাইনালে উঠলেন ভারতের অর্জুন এরিগায়েসি। গ্ৰুপ ' বি ' থেকে চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে উঠলেন অর্জুন। তার সঙ্গে গ্ৰুপ ' এ ' থেকে লেভন এরানিয়ান , ' সি ' থেকে আলিরেজা ফিরোজিয়া , ' ডি ' থেকে ম্যাগনাস কার্লসেনও জায়গা করে নিয়েছেন এই পর্বে। এই প্রতিযোগিতায় অর্জুন তার দেশজ সরিনকে হারিয়েই প্রতিযোগিতার শুরু করেন। তবে এই গ্ৰুপগুলির পরাজিত খেলোয়াড়রাও সুযোগ পাবেন লুসার ব্র্যাকেটের কোয়ার্টার ফাইনালের ম্যাচে। অর্জুন গ্ৰুপ পর্বে হারিয়েছিলেন ফ্রান্সের ভাচিয়ার লাগর্ভেকে। এবার সেই ফরাসি দাবাড়ুর বিরুদ্ধেই নামবেন সরিন।
ESPORTS CHESS WORLD CUP
ইস্পোর্টস বিশ্বকাপের কোয়ার্টারে গ্র্যান্ড মাস্টার অর্জুন

×
Comments :0