আগামী সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে হলফনামা দিয়ে জানাতে হবে, কেন ফলাফল প্রকাশ করা হয়নি। মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল বোর্ডের পক্ষে কোন আইনজীবী শুনানিতে ছিলেন না। সে বিষয়ে বিচারপতিরা উষ্মা প্রকাশও করেন। কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে ওবিসি সংক্রান্ত মামলার সঙ্গে ফলাফল প্রকাশের কোন সম্পর্ক নেই। বিচারপতি বলেন, হয় আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, নতুবা ফলাফল প্রকাশ করতে কেন দেরি হচ্ছে তা জানাতে হবে। কোর্ট পরিষ্কার বলেছে ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা যাবেনা।
জয়েন্টের ফলাফল প্রকাশ নিয়ে মামলা দায়ের করেন দীপঙ্কর বিশ্বাস। মামলাকারীর পক্ষে আইনজীবী ছিলেন সৌম্য দাশগুপ্ত ও ঋতঙ্কর দাস।
High Court
জয়েন্টের ফলাফল প্রকাশ নিয়ে আগামী সপ্তাহে রাজ্য এবং বোর্ডকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

×
Comments :0