বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের নন্দনকাননে এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
গোটা প্রতিযোগিতায় দুই দলের পারফরম্যান্সই বেশ নজরকাড়া। প্রোটিয়াদের হয়ে কুইন্টন ডি কক, কাগিসো রাবাডা এবং হেনরিক ক্লাসেন যেকোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, কুইন্টন ডি কক ইতিমধ্যেই চারটি শতরান পেয়ে গেছেন। ফলে বোঝাই যাচ্ছে যে, হাড্ডাহাড্ডি একটি লড়াই দেখতে চলেছে কলকাতা।
অন্যদিকে অজিদের হয়ে ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা যথেষ্ট ভালো জায়গায় রয়েছেন। সর্বোপরি গ্লেন ম্যাক্সওয়েল, আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাছাড়া বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া বরাবরই ভয়ঙ্কর।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, ইডেনে প্রথমে ব্যাট করা দলই সবথেকে বেশিবার জিতেছে। ফলে, এক্ষেত্রেও টস একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে চলেছে।
এখন দেখার বিষয় এটাই যে, শেষপর্যন্ত কোন দল শেষ হাসি হাসে।
Comments :0